শান্তির নোবেল ট্রাম্পকে উৎসর্গ করলেন মাচাদো
- সর্বশেষ আপডেট ১১:২৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- / 149
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল পুরস্কার উৎসর্গ করেছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ের স্বীকৃতি হিসেবে শুক্রবার (১০ অক্টোবর) নোবেল শান্তি পুরস্কার জয় করেন মাচাদো।
নোবেল জয়ের পর আত্মগোপনে থাকা এই নেত্রী এক এক্স পোস্টে বলেন, ‘এই পুরস্কার আমি উৎসর্গ করছি ভেনেজুয়েলার কষ্টে থাকা জনগণ এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে, যিনি আমাদের সংগ্রামে দৃঢ় সমর্থন দিয়েছেন!’
মাচাদোর সঙ্গে ফোনালাপের কথা নিজেও নিশ্চিত করেছেন ট্রাম্প। সিএনএন জানিয়েছে, তিনি ‘খুব দারুণ ছিলেন’ মন্তব্য করে ট্রাম্প বলেন, ‘যিনি সত্যিই নোবেল পেয়েছেন তিনি আমাকে ফোন করে বলেছেন, আপনার সম্মানে এটি গ্রহণ করছি, কারণ আপনিই এটির যোগ্য।’
এরপর মজা করে ট্রাম্প বলেন, ‘আমি বলিনি, ‘তাহলে সেটা আমাকে দাও।” যদিও আমি মনে করি, তিনি হয়তো বলেই দিতেন। তিনি খুব ভালো ছিলেন।’
ট্রাম্প আরও বলেন, ‘পুরো সফরে আমি তাকে সাহায্য করেছি। ভেনেজুয়েলায় ওদের অনেক সাহায্য দরকার। আপনি বলতে পারেন, ২৪ সালের কাজের জন্য এটা দেওয়া হলো আর আমি তখন নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম।’
এরআগে, বহুবার নিজেকে নোবেল পাওয়ার যোগ্য বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অবশ্য তিনি এটিও বলেছেন, বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য তার প্রয়াস ‘নোবেল পাওয়ার জন্য নয়’ বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য যুদ্ধহীন পৃথিবী উপহার দিতেই তার প্রশাসন কাজ করছে।
রয়টার্সের খবরে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পকে শান্তিতে নোবেল না দেওয়ায় এবারের কমিটির কড়া সমালোচনা করেছে হোয়াইট হাউস। গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির অবিশ্বাস্য চুক্তিকে সফল করা সত্ত্বেও তাকে শান্তিতে নোবেল না দেওয়াকে রাজনৈতিক প্রোপাগান্ডা হিসেবে মনে করছেন শীর্ষ মার্কিন কর্মকর্তারা।



































