ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ কোরিয়ার জালে ব্রাজিলের গোলবন্যা

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:৩৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • / 146

দক্ষিণ কোরিয়ার জালে ব্রাজিলের গোলবন্যা

সিউলের রাতটা রঙিন হয়ে উঠেছিল ব্রাজিলের ফুটবলের জাদুতে। তরুণ রদ্রিগো, ভিনি জুনিয়র আর উঠতি তারকা এস্তেভাওয়ের চোখধাঁধানো খেলার নৈপুণ্যে দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দিয়েছে কার্লো আনচেলত্তির দল। শুক্রবার অনুষ্ঠিত প্রীতি ম্যাচে সেলেসাওরা জয় তুলে নেয় ৫-০ গোলের বিশাল ব্যবধানে।

ম্যাচের শুরু থেকেই ব্রাজিল ছিল ছন্দে। মাত্র ১২ মিনিটে ব্রুনো গিমারাইসের পাস থেকে এস্তেভাওয়ের দুর্দান্ত শটে প্রথম গোল পায় দলটি। ৪০ মিনিটে আসে দ্বিতীয় গোল—ভিনি জুনিয়রের বুদ্ধিদীপ্ত পাস থেকে রদ্রিগো জালের দেখা পান। প্রথমার্ধে বল দখলে কিছুটা এগিয়ে থেকেও কোরিয়া ব্রাজিলের রক্ষণভাগে কোনো চাপ সৃষ্টি করতে পারেনি।

দ্বিতীয়ার্ধ শুরু হতেই আরও ভয়ংকর হয়ে ওঠে আনচেলত্তির দল। ৪৬ মিনিটে আবারও গোল করেন এস্তেভাও, কোরিয়ান ডিফেন্ডার কিম মিন-জায়ের ভুল কাজে লাগিয়ে। তিন মিনিট পর নিজের দ্বিতীয় গোলটি করেন রদ্রিগো—ক্যাসেমিরোর ট্যাকল থেকে শুরু হওয়া আক্রমণে ভিনির পাস ধরে নিখুঁত শটে জালের ঠিকানা খুঁজে নেন তিনি।

৭৭ মিনিটে আসে শেষ গোলটি, এবার ভিনি জুনিয়র নিজেই স্কোর করেন মাতেউস কুনহার পাস থেকে। শেষ পর্যন্ত ৫-০ গোলের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

এই জয়ে আবারও প্রমাণ মিলল—যুবাদের ওপর ভরসা রেখে নতুন ধারায় ফিরছে ‘সেলেসাও’। সন হিউং-মিনের নেতৃত্বে দক্ষিণ কোরিয়া কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও ব্রাজিলের গতি ও নিখুঁত পাসিংয়ের সামনে ছিল অসহায়। ম্যাচ শেষে সিউলের আকাশে ভেসেছে একটাই সুর—“ওলে, ওলে, ব্রাসিল!”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দক্ষিণ কোরিয়ার জালে ব্রাজিলের গোলবন্যা

সর্বশেষ আপডেট ০৯:৩৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

সিউলের রাতটা রঙিন হয়ে উঠেছিল ব্রাজিলের ফুটবলের জাদুতে। তরুণ রদ্রিগো, ভিনি জুনিয়র আর উঠতি তারকা এস্তেভাওয়ের চোখধাঁধানো খেলার নৈপুণ্যে দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দিয়েছে কার্লো আনচেলত্তির দল। শুক্রবার অনুষ্ঠিত প্রীতি ম্যাচে সেলেসাওরা জয় তুলে নেয় ৫-০ গোলের বিশাল ব্যবধানে।

ম্যাচের শুরু থেকেই ব্রাজিল ছিল ছন্দে। মাত্র ১২ মিনিটে ব্রুনো গিমারাইসের পাস থেকে এস্তেভাওয়ের দুর্দান্ত শটে প্রথম গোল পায় দলটি। ৪০ মিনিটে আসে দ্বিতীয় গোল—ভিনি জুনিয়রের বুদ্ধিদীপ্ত পাস থেকে রদ্রিগো জালের দেখা পান। প্রথমার্ধে বল দখলে কিছুটা এগিয়ে থেকেও কোরিয়া ব্রাজিলের রক্ষণভাগে কোনো চাপ সৃষ্টি করতে পারেনি।

দ্বিতীয়ার্ধ শুরু হতেই আরও ভয়ংকর হয়ে ওঠে আনচেলত্তির দল। ৪৬ মিনিটে আবারও গোল করেন এস্তেভাও, কোরিয়ান ডিফেন্ডার কিম মিন-জায়ের ভুল কাজে লাগিয়ে। তিন মিনিট পর নিজের দ্বিতীয় গোলটি করেন রদ্রিগো—ক্যাসেমিরোর ট্যাকল থেকে শুরু হওয়া আক্রমণে ভিনির পাস ধরে নিখুঁত শটে জালের ঠিকানা খুঁজে নেন তিনি।

৭৭ মিনিটে আসে শেষ গোলটি, এবার ভিনি জুনিয়র নিজেই স্কোর করেন মাতেউস কুনহার পাস থেকে। শেষ পর্যন্ত ৫-০ গোলের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

এই জয়ে আবারও প্রমাণ মিলল—যুবাদের ওপর ভরসা রেখে নতুন ধারায় ফিরছে ‘সেলেসাও’। সন হিউং-মিনের নেতৃত্বে দক্ষিণ কোরিয়া কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও ব্রাজিলের গতি ও নিখুঁত পাসিংয়ের সামনে ছিল অসহায়। ম্যাচ শেষে সিউলের আকাশে ভেসেছে একটাই সুর—“ওলে, ওলে, ব্রাসিল!”