ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শাহজালালে ৭৬১ গ্রাম স্বর্ণসহ বেবিচক কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:১৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • / 172

শাহজালালে ৭৬১ গ্রাম স্বর্ণসহ বেবিচক কর্মী আটক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৬১ গ্রাম স্বর্ণালঙ্কারসহ দুজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক ব্যক্তিরা হলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বোর্ডিং ব্রিজ অপারেটর কবির হোসেন (৫৩) এবং তার সহযোগী কুদ্দুছ (৪১)।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে টার্মিনাল–১ এর সামনে সন্দেহজনকভাবে ব্যাগ বিনিময়ের সময় তাদের আটক করা হয়।

এপিবিএন জানায়, টার্মিনালের ৩ নম্বর গ্লাস গেটের সামনে কবির হোসেনকে কুদ্দুছের হাতে একটি ছোট হাত ব্যাগ দিতে দেখা যায়। বিষয়টি যাত্রীদের সন্দেহজনক মনে হলে সেখানে হৈচৈ শুরু হয়। পরে এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন।

তল্লাশিতে তিনটি ছোট নীল ব্যাগ থেকে চারটি স্বর্ণবার ও বিভিন্ন স্বর্ণালঙ্কারসহ মোট ৭৬১ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, বিদেশ থেকে আনা এসব স্বর্ণ শুল্ক ফাঁকি দিয়ে দেশে চোরাচালানের উদ্দেশ্যে সরবরাহ করা হচ্ছিল। আটকরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরভিত্তিক স্বর্ণ চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত ছিলেন।

এ বিষয়ে এপিবিএন-এর অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “চোরাচালান প্রতিরোধে বিমানবন্দরে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক দুজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শাহজালালে ৭৬১ গ্রাম স্বর্ণসহ বেবিচক কর্মী আটক

সর্বশেষ আপডেট ০৯:১৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৬১ গ্রাম স্বর্ণালঙ্কারসহ দুজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক ব্যক্তিরা হলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বোর্ডিং ব্রিজ অপারেটর কবির হোসেন (৫৩) এবং তার সহযোগী কুদ্দুছ (৪১)।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে টার্মিনাল–১ এর সামনে সন্দেহজনকভাবে ব্যাগ বিনিময়ের সময় তাদের আটক করা হয়।

এপিবিএন জানায়, টার্মিনালের ৩ নম্বর গ্লাস গেটের সামনে কবির হোসেনকে কুদ্দুছের হাতে একটি ছোট হাত ব্যাগ দিতে দেখা যায়। বিষয়টি যাত্রীদের সন্দেহজনক মনে হলে সেখানে হৈচৈ শুরু হয়। পরে এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন।

তল্লাশিতে তিনটি ছোট নীল ব্যাগ থেকে চারটি স্বর্ণবার ও বিভিন্ন স্বর্ণালঙ্কারসহ মোট ৭৬১ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, বিদেশ থেকে আনা এসব স্বর্ণ শুল্ক ফাঁকি দিয়ে দেশে চোরাচালানের উদ্দেশ্যে সরবরাহ করা হচ্ছিল। আটকরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরভিত্তিক স্বর্ণ চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত ছিলেন।

এ বিষয়ে এপিবিএন-এর অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “চোরাচালান প্রতিরোধে বিমানবন্দরে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক দুজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।”