ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে নিখোঁজ ভ্যান চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর
  • সর্বশেষ আপডেট ০৮:০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • / 206

যশোরে নিখোঁজ ভ্যান চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

যশোরের ঝিকরগাছা উপজেলায় নিখোঁজ হওয়ার চার দিন পর মাসুদ রানা নামে এক ভ্যান চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে আশিংড়ি গ্রামের আফিল ফার্মের পাশের একটি নির্মাণাধীন বাড়ি থেকে লাশটি পাওয়া যায়। পুলিশ ধারনা করছে, ভ্যান ছিনতাইয়ের পর তাকে হত্যা করা হয়েছে।

নিহত মাসুদ রানা শার্শা উপজেলার উলাসী গ্রামের আব্দুল আজিজের ছেলে। ঝিকরগাছা থানার ওসি নূর মোহাম্মদ গাজী জানান, আশিংড়ি গ্রামের কয়েকজন নারী আফিল ফার্মের পাশে গরু বাঁধতে গেলে সেখানে বিকট পচা গন্ধ অনুভব করেন। পরে তারা পাশ্ববর্তী নির্মাণাধীন বাড়ির ভিতরে উঁকি দিয়ে মরদেহ দেখতে পান এবং স্থানীয়দের ডেকে আনেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ওসি জানান, মরদেহ বসানো অবস্থায় গলায় ফাঁস দিয়ে দড়ি জানালার সাথে বাঁধা ছিল। পার্শ্ববর্তী উলাসী গ্রামের আব্দুল আজিজ তার ছেলে মাসুদ রানার মরদেহ সনাক্ত করেছেন। পুলিশ ধারণা করছে, ভ্যান ছিনতাইয়ের পর ভ্যানে থাকা দড়ি দিয়ে তাকে হত্যা করা হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যশোরে নিখোঁজ ভ্যান চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

সর্বশেষ আপডেট ০৮:০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

যশোরের ঝিকরগাছা উপজেলায় নিখোঁজ হওয়ার চার দিন পর মাসুদ রানা নামে এক ভ্যান চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে আশিংড়ি গ্রামের আফিল ফার্মের পাশের একটি নির্মাণাধীন বাড়ি থেকে লাশটি পাওয়া যায়। পুলিশ ধারনা করছে, ভ্যান ছিনতাইয়ের পর তাকে হত্যা করা হয়েছে।

নিহত মাসুদ রানা শার্শা উপজেলার উলাসী গ্রামের আব্দুল আজিজের ছেলে। ঝিকরগাছা থানার ওসি নূর মোহাম্মদ গাজী জানান, আশিংড়ি গ্রামের কয়েকজন নারী আফিল ফার্মের পাশে গরু বাঁধতে গেলে সেখানে বিকট পচা গন্ধ অনুভব করেন। পরে তারা পাশ্ববর্তী নির্মাণাধীন বাড়ির ভিতরে উঁকি দিয়ে মরদেহ দেখতে পান এবং স্থানীয়দের ডেকে আনেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ওসি জানান, মরদেহ বসানো অবস্থায় গলায় ফাঁস দিয়ে দড়ি জানালার সাথে বাঁধা ছিল। পার্শ্ববর্তী উলাসী গ্রামের আব্দুল আজিজ তার ছেলে মাসুদ রানার মরদেহ সনাক্ত করেছেন। পুলিশ ধারণা করছে, ভ্যান ছিনতাইয়ের পর ভ্যানে থাকা দড়ি দিয়ে তাকে হত্যা করা হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।