লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ৩০৯ বাংলাদেশি
- সর্বশেষ আপডেট ০৬:১৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
- / 290
লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরে এসেছেন ৩০৯ জন বাংলাদেশি নাগরিক। গতকাল ত্রিপলি থেকে একটি বিশেষ ফ্লাইটে তাদের বাংলাদেশে পাঠানো হয়। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় তাদের বহনকারী চার্টার্ড ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রত্যাবাসিত বাংলাদেশিদের মধ্যে বেশিরভাগই মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে অনেকেই বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা প্রত্যেককে খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসা প্রদান করে।
এর আগে, ২১ আগস্ট লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৭৫ জন বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়েছিল।
































