ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

৪৯তম (বিশেষ) বিসিএসের লিখিত পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:৫৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • / 144

বিসিএস

৪৯তম (বিশেষ) বিসিএসের এমসিকিউ টাইপের লিখিত পরীক্ষা শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টায় শুরু হয়ে বেলা ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা কেন্দ্রের ১৮৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে তিন লাখেরও বেশি প্রার্থী অংশ নিয়েছেন।

পিএসসি জানিয়েছে, এবারের বিশেষ বিসিএসে মোট আবেদন পড়েছে তিন লাখ ১২ হাজারের কিছু বেশি। ৬৮৩টি শূন্যপদের জন্য গড়ে প্রতি পদে প্রায় ৪৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শিক্ষা ক্যাডারে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট থাকায় গত ২১ জুলাই এই বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদন প্রক্রিয়া চলেছে ২২ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত। সাধারণ প্রার্থীদের ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা, আর ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ৫০ টাকা। বয়সসীমা নির্ধারণ করা হয়েছিল ২১ থেকে ৩২ বছর।

বিশেষ বিসিএসে সাধারণ বিসিএসের মতো প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয় না, সরাসরি লিখিত পরীক্ষা নেওয়া হয়। লিখিত পরীক্ষা ২০০ নম্বরের এমসিকিউ টাইপে অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা দিতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি সাধারণ কলেজে বিভিন্ন বিষয়ে প্রভাষক হিসেবে ৬৫৩ জন এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০ জন নিয়োগ দেওয়া হবে। সর্বাধিক শূন্যপদ বাংলা বিভাগে—৬১টি। এরপর রাষ্ট্রবিজ্ঞানে ৫৫টি, ইংরেজিতে ৫০টি, অর্থনীতিতে ৪০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে ৩২টি, দর্শন ও রসায়নে ৩০টি করে পদসহ অন্যান্য বিভাগে নিয়োগ দেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৪৯তম (বিশেষ) বিসিএসের লিখিত পরীক্ষা শুরু

সর্বশেষ আপডেট ১১:৫৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

৪৯তম (বিশেষ) বিসিএসের এমসিকিউ টাইপের লিখিত পরীক্ষা শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টায় শুরু হয়ে বেলা ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা কেন্দ্রের ১৮৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে তিন লাখেরও বেশি প্রার্থী অংশ নিয়েছেন।

পিএসসি জানিয়েছে, এবারের বিশেষ বিসিএসে মোট আবেদন পড়েছে তিন লাখ ১২ হাজারের কিছু বেশি। ৬৮৩টি শূন্যপদের জন্য গড়ে প্রতি পদে প্রায় ৪৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শিক্ষা ক্যাডারে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট থাকায় গত ২১ জুলাই এই বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদন প্রক্রিয়া চলেছে ২২ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত। সাধারণ প্রার্থীদের ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা, আর ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ৫০ টাকা। বয়সসীমা নির্ধারণ করা হয়েছিল ২১ থেকে ৩২ বছর।

বিশেষ বিসিএসে সাধারণ বিসিএসের মতো প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয় না, সরাসরি লিখিত পরীক্ষা নেওয়া হয়। লিখিত পরীক্ষা ২০০ নম্বরের এমসিকিউ টাইপে অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা দিতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি সাধারণ কলেজে বিভিন্ন বিষয়ে প্রভাষক হিসেবে ৬৫৩ জন এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০ জন নিয়োগ দেওয়া হবে। সর্বাধিক শূন্যপদ বাংলা বিভাগে—৬১টি। এরপর রাষ্ট্রবিজ্ঞানে ৫৫টি, ইংরেজিতে ৫০টি, অর্থনীতিতে ৪০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে ৩২টি, দর্শন ও রসায়নে ৩০টি করে পদসহ অন্যান্য বিভাগে নিয়োগ দেওয়া হবে।