ইসরায়েলের কেৎজিয়েত কারাগারে শহিদুল আলম
- সর্বশেষ আপডেট ০৫:৪২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
- / 95
ফিলিস্তিনগামী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-এর একটি জাহাজ থেকে আটক করা বাংলাদেশি আলোকচিত্রী ড. শহিদুল আলমসহ সব সাংবাদিক, স্বাস্থ্যসেবাকর্মী, মানবাধিকারকর্মী ও ক্রুসদাসকে ইসরায়েলের আশদোদ বন্দরে নেয়া হয়ে পরে কেৎজিয়েত কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এবং ইসরায়েলের আদালাহ — দ্য লিগাল সেন্টার ফর আরাব মাইনোরিটি রাইটস ইন ইসরাইলের বরাত দিয়ে আলোকচিত্রী শহিদুল আলমের প্রতিষ্ঠান দৃক এই তথ্য জানিয়েছে। ঘোষণায় বলা হয়েছে, জাহাজ দখল করার সময় ফ্লোটিলা কর্মীরা ইসরায়েলি বাহিনীর সহিংসতার শিকার হয়েছেন এবং তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে কেৎজিয়েত কারাগারে পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, কেৎজিয়েত কারাগারে প্রায় ১০,০০০ ফিলিস্তিনিকে দখলদার ইসরায়েলি বাহিনী বন্দি রেখেছে বলে তথ্য পাওয়া গেছে। দৃক বলেছে—সব ফিলিস্তিনি বন্দির মুক্তি চাই, সব ফ্লোটিলা অ্যাক্টিভিস্টদের মুক্তি চাই, ফিলিস্তিন মুক্ত হবেই।





































