জালে আটকা কুমিরের ছানা, পরে সুন্দরবনে অবমুক্ত
- সর্বশেষ আপডেট ০৩:৫৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
- / 112
বাগেরহাটের শরণখোলায় একটি কুমিরের ছানা উদ্ধার করেছে ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) এর সদস্যরা।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের তেরাব্যাকা নামক খাল থেকে কুমিরের ছানাটি উদ্ধার করা হয়। পরে বন বিভাগের সহায়তায় এটি সুন্দরবনের নদীতে অবমুক্ত করা হয়।
ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার জানান, স্থানীয় জেলে শাহীন ফরাজী সকালে খালে মাছ ধরার সময় তার জালে কুমিরের ছানাটি আটকা পড়ে। এরপর তিনি ওয়াইল্ড টিম ও ভিটিআরটি সদস্যদের খবর দেন। তারা ঘটনাস্থলে পৌঁছে কুমিরের ছানাটি উদ্ধার করে সুন্দরবনের নদীতে অবমুক্ত করেন।
তিনি আরও বলেন, “কুমিরের ছানাটি দুই ফিট লম্বা এবং ধারণা করা হচ্ছে, এটি দুই মাস বয়সী। জোয়ারের পানিতে ভেসে লোকালয়ের খালে ঢুকে পড়েছিল।”
স্থানীয় বাসিন্দা আলম হাওলাদার উল্লেখ করেন, “সুন্দরবন থেকে প্রায় শতাধিক অজগর সাপ উদ্ধার করা হয়েছে, কিন্তু এবার প্রথম কুমিরের ছানা উদ্ধার হলো।”
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেব বলেন, কুমিরের ছানাটি লোকালয় থেকে উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
































