ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হামাস-ইসরায়েল সংলাপকে স্বাগত জানালো বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৪৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • / 105

পররাষ্ট্র মন্ত্রণালয়

ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধে চলমান সংলাপকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ বিশ্বাস করে— কূটনীতি ও সংলাপই যেকোনো সংঘাত সমাধানের একমাত্র কার্যকর উপায়। গাজার চলমান সংকট নিরসনে যেসব রাষ্ট্র ও সংস্থা কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করেছে, তাদের প্রচেষ্টার প্রশংসা জানিয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, বাংলাদেশ আশা করছে এই সংলাপের মাধ্যমে দ্রুত যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হবে, মানবিক সহায়তা পুনরায় চালু হবে এবং গাজার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গাজায় শান্তি প্রতিষ্ঠা ও পুনর্গঠন প্রক্রিয়ায় বাংলাদেশ সহযোগিতা করতে প্রস্তুত। পাশাপাশি পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ওপর ভিত্তি করে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হামাস-ইসরায়েল সংলাপকে স্বাগত জানালো বাংলাদেশ

সর্বশেষ আপডেট ০৩:৪৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধে চলমান সংলাপকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ বিশ্বাস করে— কূটনীতি ও সংলাপই যেকোনো সংঘাত সমাধানের একমাত্র কার্যকর উপায়। গাজার চলমান সংকট নিরসনে যেসব রাষ্ট্র ও সংস্থা কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করেছে, তাদের প্রচেষ্টার প্রশংসা জানিয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, বাংলাদেশ আশা করছে এই সংলাপের মাধ্যমে দ্রুত যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হবে, মানবিক সহায়তা পুনরায় চালু হবে এবং গাজার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গাজায় শান্তি প্রতিষ্ঠা ও পুনর্গঠন প্রক্রিয়ায় বাংলাদেশ সহযোগিতা করতে প্রস্তুত। পাশাপাশি পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ওপর ভিত্তি করে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।