মালিবাগে শপিং মল থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরি
- সর্বশেষ আপডেট ১২:১১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
- / 90
রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলের একটি জুয়েলারি দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণ ও নগদ ৪০ হাজার টাকা চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এরই মধ্যে ঘটনাস্থলে গিয়েছে রমনা থানা-পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক।
ওসি জানান, চুরির অভিযোগ পেয়ে এরই মধ্যে পুলিশ গিয়েছে ঘটনাস্থলে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত সাড়ে ৩টার দিকে চোর চক্রের দুজন সদস্য বোরকা পরে শম্পা জুয়েলারিতে প্রবেশ করে। তারা শাটারের তালা কাটার মাধ্যমে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার এবং নগদ টাকা লুটে নেয়। সিসিটিভি ফুটেজেও তাদের কার্যক্রম স্পষ্টভাবে ধরা পড়েছে।
শম্পা জুয়েলারির মালিক দাবি করেন, দোকানে প্রায় ৪০০ ভরি স্বর্ণালঙ্কার সাজানো ছিল। এর সঙ্গে ১০০ ভরি বন্ধকি স্বর্ণ এবং ৪০ হাজার টাকার নগদ টাকা রাখা ছিল।
তিনি আরও বলেন, ‘রোজের মতো রাত ৯টায় দোকান বন্ধ করে বাসায় চলে যাই। সকালে মার্কেটের দারোয়ান খবর দিলে গিয়ে দেখি সবই চুরি হয়ে গেছে।’
































