বাঁচা-মরার লড়াইয়ে রাতে হংকংয়ের মুখোমুখি বাংলাদেশ
- সর্বশেষ আপডেট ১২:০২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
- / 101
এশিয়ান কাপ বাছাইপর্বে আজ নিজেদের দ্বিতীয় হোম ম্যাচে হংকং চায়নার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে প্রথম ম্যাচে হতাশাজনক ২-১ গোলে হারার পর এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় লাল-সবুজের দল।
রাত ৮টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। এশিয়ান কাপ বাছাইয়ের ঘরের মাঠে এটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ।
এ ছাড়া ১৪ অক্টোবর হংকংয়ে আবার অ্যাওয়ে ম্যাচ। এশিয়ান ফুটবলে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বাংলাদেশ খেলতে পারবে কি না, তা নির্ভর করছে দুটি ম্যাচের ওপর।
দুই ম্যাচে একটি ড্র ও একটি পরাজয়ে মাত্র এক পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের অবস্থান নাজুক। অন্যদিকে এক জয় ও এক ড্রয়ে চার পয়েন্ট নিয়ে গ্রুপে সুবিধাজনক অবস্থানে আছে হংকং। ঢাকায় জয় পেলে তারা আরও এক ধাপ এগিয়ে যাবে এশিয়ান কাপের মূলপর্বে ওঠার পথে।
এশিয়ান কাপে টিকে থাকার লড়াইয়ে আজকের ম্যাচটিই হতে পারে বাংলাদেশের টার্নিং পয়েন্ট। এই ম্যাচে জয় না এলে কার্যত শেষ হয়ে যাবে বাছাইপর্বে এগিয়ে যাওয়ার সম্ভাবনা। তাই আজ সত্যিকার অর্থেই বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ।

































