ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এনবিআর সদস্য বেলালকে দায়িত্ব থেকে সরানো হলো

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৩১:৪৬ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • / 95

এনবিআর সদস্য বেলালকে দায়িত্ব থেকে সরানো হলো

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে জানিয়েছে, বেলাল হোসাইনকে আপিল ট্রাইব্যুনালে বদলি করা হয়েছে।

এদিকে, মঙ্গলবার (৭ অক্টোবর) দুর্নীতি দমন কমিশন (দুদক) বেলাল হোসাইনের বিরুদ্ধে মামলা দায়ের করে। উপপরিচালক মো. সাইদুজ্জামান কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, বেলাল হোসাইন তার দাখিল করা সম্পদ বিবরণীতে ৪ কোটি ৬০ লাখ ১৯ হাজার ৭১৩ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি দুর্নীতির মাধ্যমে এই সম্পদ অর্জন করেন এবং তা প্রকাশ না করে বিভ্রান্তিকর তথ্য দাখিল করেন। বেলাল হোসাইনের জ্ঞাত আয়বহির্ভূত মোট সম্পদের পরিমাণ ৪ কোটি ৯৭ লাখ ৫১ হাজার ৩৯৬ টাকা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এনবিআর সদস্য বেলালকে দায়িত্ব থেকে সরানো হলো

সর্বশেষ আপডেট ০৬:৩১:৪৬ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে জানিয়েছে, বেলাল হোসাইনকে আপিল ট্রাইব্যুনালে বদলি করা হয়েছে।

এদিকে, মঙ্গলবার (৭ অক্টোবর) দুর্নীতি দমন কমিশন (দুদক) বেলাল হোসাইনের বিরুদ্ধে মামলা দায়ের করে। উপপরিচালক মো. সাইদুজ্জামান কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, বেলাল হোসাইন তার দাখিল করা সম্পদ বিবরণীতে ৪ কোটি ৬০ লাখ ১৯ হাজার ৭১৩ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি দুর্নীতির মাধ্যমে এই সম্পদ অর্জন করেন এবং তা প্রকাশ না করে বিভ্রান্তিকর তথ্য দাখিল করেন। বেলাল হোসাইনের জ্ঞাত আয়বহির্ভূত মোট সম্পদের পরিমাণ ৪ কোটি ৯৭ লাখ ৫১ হাজার ৩৯৬ টাকা।