ঢাকা ১০:২৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অ্যাম্বুলেন্স ব্যবহার করে মহাসড়কে ডাকাতির চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ফেনী
  • সর্বশেষ আপডেট ০৪:৪৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • / 125

অ্যাম্বুলেন্স ব্যবহার করে মহাসড়কে ডাকাতির চেষ্টা

ফেনীর ছাগলনাইয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অ্যাম্বুলেন্স ব্যবহার করে ডাকাতির চেষ্টা করার সময় তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) ভোর পৌনে ৫টার দিকে ঘোপাল ইউনিয়নের পিএইচপি এলাকায় হাইওয়ে পুলিশের টহল দল তাদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, ভোররাতে মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একটি চক্র। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। তাদের কাছ থেকে একটি অ্যাম্বুলেন্স, দেশীয় অস্ত্র এবং কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—সোনাগাজীর আমিরাবাদ এলাকার মো. রিফাত (২২), লক্ষ্মীপুর গ্রামের মো. রাসেল (২৩) এবং শাহাদাত (২৪)।

মুহুরিগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. জাকারিয়া জাকির বলেন, “অ্যাম্বুলেন্স ব্যবহার করে ডাকাতির প্রস্তুতির সময় তাদের ধরা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অ্যাম্বুলেন্স ব্যবহার করে মহাসড়কে ডাকাতির চেষ্টা

সর্বশেষ আপডেট ০৪:৪৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

ফেনীর ছাগলনাইয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অ্যাম্বুলেন্স ব্যবহার করে ডাকাতির চেষ্টা করার সময় তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) ভোর পৌনে ৫টার দিকে ঘোপাল ইউনিয়নের পিএইচপি এলাকায় হাইওয়ে পুলিশের টহল দল তাদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, ভোররাতে মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একটি চক্র। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। তাদের কাছ থেকে একটি অ্যাম্বুলেন্স, দেশীয় অস্ত্র এবং কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—সোনাগাজীর আমিরাবাদ এলাকার মো. রিফাত (২২), লক্ষ্মীপুর গ্রামের মো. রাসেল (২৩) এবং শাহাদাত (২৪)।

মুহুরিগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. জাকারিয়া জাকির বলেন, “অ্যাম্বুলেন্স ব্যবহার করে ডাকাতির প্রস্তুতির সময় তাদের ধরা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে।”