ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এবার প্রতারণার ফাঁদে নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:২০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • / 108

নুসরাত ফারিয়া

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া এবার গুরুতর এক প্রতারণার শিকার হয়েছেন। তার নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি করা হয়েছে একটি ভুয়া প্রোফাইল, যা দিয়ে মানুষের কাছে টাকা চাওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি নিজেই।

সোমবার দুপুরে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ওই ভুয়া আইডির একটি স্ক্রিনশট প্রকাশ করে সবাইকে সতর্ক করেন ফারিয়া। তিনি লেখেন, “কেউ আমার ছবি ও পরিচয় ব্যবহার করে ভুয়া নম্বর দিয়ে মানুষের কাছ থেকে টাকা চাইছে। এটা সম্পূর্ণ প্রতারণা, আমার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।”

অভিনেত্রী ভক্ত ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “এ ধরনের ভুয়া প্রোফাইলের পোস্টে প্রতিক্রিয়া দেবেন না, কাউকে টাকা পাঠাবেন না, বরং দ্রুত রিপোর্ট করুন।”

সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের নামে ভুয়া অ্যাকাউন্ট খোলার ঘটনা নতুন নয়। এর আগেও বহু শিল্পী এমন হয়রানির শিকার হয়েছেন। নুসরাত ফারিয়া এবার সেই একই প্রতারণার জালে পড়েছেন। তাই তিনি পোস্টে সবাইকে সচেতন ও নিরাপদ থাকার আহ্বান জানান।

এর আগেও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ও চিত্রনায়ক আলমগীর একই ধরনের ভুয়া আইডির প্রতারণায় পড়েছিলেন। আলমগীরের বিষয়ে তার মেয়ে আঁখি আলমগীর সতর্কবার্তা দিয়েছিলেন, আর প্রভা নিজে বিষয়টি প্রকাশ করেছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এবার প্রতারণার ফাঁদে নুসরাত ফারিয়া

সর্বশেষ আপডেট ০৪:২০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া এবার গুরুতর এক প্রতারণার শিকার হয়েছেন। তার নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি করা হয়েছে একটি ভুয়া প্রোফাইল, যা দিয়ে মানুষের কাছে টাকা চাওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি নিজেই।

সোমবার দুপুরে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ওই ভুয়া আইডির একটি স্ক্রিনশট প্রকাশ করে সবাইকে সতর্ক করেন ফারিয়া। তিনি লেখেন, “কেউ আমার ছবি ও পরিচয় ব্যবহার করে ভুয়া নম্বর দিয়ে মানুষের কাছ থেকে টাকা চাইছে। এটা সম্পূর্ণ প্রতারণা, আমার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।”

অভিনেত্রী ভক্ত ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “এ ধরনের ভুয়া প্রোফাইলের পোস্টে প্রতিক্রিয়া দেবেন না, কাউকে টাকা পাঠাবেন না, বরং দ্রুত রিপোর্ট করুন।”

সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের নামে ভুয়া অ্যাকাউন্ট খোলার ঘটনা নতুন নয়। এর আগেও বহু শিল্পী এমন হয়রানির শিকার হয়েছেন। নুসরাত ফারিয়া এবার সেই একই প্রতারণার জালে পড়েছেন। তাই তিনি পোস্টে সবাইকে সচেতন ও নিরাপদ থাকার আহ্বান জানান।

এর আগেও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ও চিত্রনায়ক আলমগীর একই ধরনের ভুয়া আইডির প্রতারণায় পড়েছিলেন। আলমগীরের বিষয়ে তার মেয়ে আঁখি আলমগীর সতর্কবার্তা দিয়েছিলেন, আর প্রভা নিজে বিষয়টি প্রকাশ করেছিলেন।