ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
প্রার্থীর অভিযোগে নতুন বিতর্ক

‘রাতের ভোটকেও হার মানিয়েছে বিসিবি নির্বাচন’

ক্রীড়া প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:২২:০৮ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • / 72

বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের আগেই নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। নির্বাচনের মাত্র একদিন আগে ঢাকা বিভাগের পরিচালক পদপ্রার্থী এবং জামালপুর জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর আবদুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

রোববার বিসিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি বলেন, “রাতের ভোট তো ব্যালট বাক্স ভরেই হয়, কিন্তু এরা যেভাবে কাজ করছে, তাতে সেটা (রাতের ভোটকেও) হার মানিয়ে ফেলছে।”

তবে নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল গত বুধবার। ফলে রেদুয়ানের নাম ভোটের ব্যালটে থেকেই যাচ্ছে।

রেদুয়ান অভিযোগ করেন, ই–ব্যালট ভোটে অনিয়ম হচ্ছে। তিনি বলেন, “আমি নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে চেয়েছি বহুবার, কিন্তু তারা দেখা করেননি। আমি চেয়েছিলাম, ই–ব্যালট বা পোস্টাল ভোট যেন শুধু তাদের দেওয়া হয় যারা দেশের বাইরে বা হাসপাতালে আছেন। কিন্তু যারা স্বাভাবিকভাবে দেশে আছেন, তারা কেন ই–ব্যালটে ভোট দেবেন?”

রেদুয়ানের প্রার্থিতা প্রত্যাহারের ফলে ঢাকা বিভাগ থেকে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এদিকে, নির্বাচনী প্রক্রিয়া নিয়ে ইতোমধ্যেই বিসিবির বিভিন্ন পর্যায়ে অসন্তোষ ও প্রশ্ন উঠেছে। বিশ্লেষকদের মতে, ভোটের আগে প্রার্থীর এমন অভিযোগ নির্বাচনের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রার্থীর অভিযোগে নতুন বিতর্ক

‘রাতের ভোটকেও হার মানিয়েছে বিসিবি নির্বাচন’

সর্বশেষ আপডেট ০৯:২২:০৮ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের আগেই নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। নির্বাচনের মাত্র একদিন আগে ঢাকা বিভাগের পরিচালক পদপ্রার্থী এবং জামালপুর জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর আবদুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

রোববার বিসিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি বলেন, “রাতের ভোট তো ব্যালট বাক্স ভরেই হয়, কিন্তু এরা যেভাবে কাজ করছে, তাতে সেটা (রাতের ভোটকেও) হার মানিয়ে ফেলছে।”

তবে নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল গত বুধবার। ফলে রেদুয়ানের নাম ভোটের ব্যালটে থেকেই যাচ্ছে।

রেদুয়ান অভিযোগ করেন, ই–ব্যালট ভোটে অনিয়ম হচ্ছে। তিনি বলেন, “আমি নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে চেয়েছি বহুবার, কিন্তু তারা দেখা করেননি। আমি চেয়েছিলাম, ই–ব্যালট বা পোস্টাল ভোট যেন শুধু তাদের দেওয়া হয় যারা দেশের বাইরে বা হাসপাতালে আছেন। কিন্তু যারা স্বাভাবিকভাবে দেশে আছেন, তারা কেন ই–ব্যালটে ভোট দেবেন?”

রেদুয়ানের প্রার্থিতা প্রত্যাহারের ফলে ঢাকা বিভাগ থেকে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এদিকে, নির্বাচনী প্রক্রিয়া নিয়ে ইতোমধ্যেই বিসিবির বিভিন্ন পর্যায়ে অসন্তোষ ও প্রশ্ন উঠেছে। বিশ্লেষকদের মতে, ভোটের আগে প্রার্থীর এমন অভিযোগ নির্বাচনের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।