ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বজ্রপাতে সারা দেশে ৯ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:১৭:০০ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • / 73

বজ্রপাত

বজ্রপাতে দেশের পাঁচ জেলায় ৯ জনের মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) দিনব্যাপী এসব ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন কৃষক, শিক্ষার্থী ও গৃহিণী।

কুমিল্লা:
বিকেলে হোমনা উপজেলার ভবানীপুর খেয়াঘাট এলাকায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়। নিহতরা হলেন—নালা দক্ষিণ গ্রামের মমতাজ বেগম (৩৫) ও জাকিয়া (২৫), এবং খোদে দাউদপুর গ্রামের রাশেদ মিয়া (২২)। হোমনা থানার ওসি রফিকুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঝিনাইদহ:
সকালে মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়। নিহতরা হলেন সদর উপজেলার আড়মুখী গ্রামের শিমুল বিশ্বাস (২৮) ও শৈলকূপার শেখড়া গ্রামের হুরমত শেখ (৫৫)। স্থানীয় থানার ওসি মাসুম খান ও আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।

নারায়ণগঞ্জ:
আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া এলাকায় বজ্রপাতে ওয়াসিম (১৩) নামে এক স্কুলছাত্র মারা যায়। সে উলুকান্দি এলাকার দিলা মিয়ার ছেলে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) সাইফুদ্দিন জানান, মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে ওয়াসিমের মৃত্যু হয়।

গাইবান্ধা:
দুপুরে সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের দীঘলকান্দী গ্রামে বজ্রপাতে আব্দুল আজিজ (৪৫) নামে এক কৃষক মারা যান। তিনি ওই এলাকার মকবুল হোসেনের ছেলে। সাঘাটা থানার ওসি বাদশা আলম জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

কুড়িগ্রাম:
বিকালে নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের কালিকাপুর এলাকায় বজ্রপাতে মাদ্রাসা শিক্ষার্থী মোহাম্মদ বাবলু মিয়া (৭) এবং বামনডাঙা ইউনিয়নের চর লুচনি গ্রামের সহিব নামে একজনের মৃত্যু হয়। বাবলু স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিহতদের পরিবারকে সহায়তা প্রদানের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে সারা দেশে বজ্রপাত বেড়ে যাওয়ায় বিশেষ সতর্কতা নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বজ্রপাতে সারা দেশে ৯ জনের মৃত্যু

সর্বশেষ আপডেট ০৯:১৭:০০ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

বজ্রপাতে দেশের পাঁচ জেলায় ৯ জনের মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) দিনব্যাপী এসব ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন কৃষক, শিক্ষার্থী ও গৃহিণী।

কুমিল্লা:
বিকেলে হোমনা উপজেলার ভবানীপুর খেয়াঘাট এলাকায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়। নিহতরা হলেন—নালা দক্ষিণ গ্রামের মমতাজ বেগম (৩৫) ও জাকিয়া (২৫), এবং খোদে দাউদপুর গ্রামের রাশেদ মিয়া (২২)। হোমনা থানার ওসি রফিকুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঝিনাইদহ:
সকালে মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়। নিহতরা হলেন সদর উপজেলার আড়মুখী গ্রামের শিমুল বিশ্বাস (২৮) ও শৈলকূপার শেখড়া গ্রামের হুরমত শেখ (৫৫)। স্থানীয় থানার ওসি মাসুম খান ও আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।

নারায়ণগঞ্জ:
আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া এলাকায় বজ্রপাতে ওয়াসিম (১৩) নামে এক স্কুলছাত্র মারা যায়। সে উলুকান্দি এলাকার দিলা মিয়ার ছেলে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) সাইফুদ্দিন জানান, মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে ওয়াসিমের মৃত্যু হয়।

গাইবান্ধা:
দুপুরে সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের দীঘলকান্দী গ্রামে বজ্রপাতে আব্দুল আজিজ (৪৫) নামে এক কৃষক মারা যান। তিনি ওই এলাকার মকবুল হোসেনের ছেলে। সাঘাটা থানার ওসি বাদশা আলম জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

কুড়িগ্রাম:
বিকালে নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের কালিকাপুর এলাকায় বজ্রপাতে মাদ্রাসা শিক্ষার্থী মোহাম্মদ বাবলু মিয়া (৭) এবং বামনডাঙা ইউনিয়নের চর লুচনি গ্রামের সহিব নামে একজনের মৃত্যু হয়। বাবলু স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিহতদের পরিবারকে সহায়তা প্রদানের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে সারা দেশে বজ্রপাত বেড়ে যাওয়ায় বিশেষ সতর্কতা নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।