সাতক্ষীরা সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
- সর্বশেষ আপডেট ০৫:৪৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / 126
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে প্রায় ১৬ লাখ ২০ হাজার টাকার ভারতীয় মালামালসহ ৫০০ পিস সিলডেনাফিল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৫ অক্টোবর) ৩৩ বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের ঘোনা, মাদরা, কাকডাঙ্গা, তলুইগাছা, ভোমরা, কুশখালী, ঝাউডাঙ্গা ও চান্দুরিয়া ক্যাম্পের সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, কাকডাঙ্গা বিওপি কলারোয়া থানার ফকিরপাড়া এলাকা থেকে ৫০০ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেটসহ ১২ লাখ ৩০ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করে। এছাড়া ভোমরা, মাদরা, তলুইগাছা, হিজলদী ও চান্দুরিয়া বিওপির সদস্যরা সীমান্ত সংলগ্ন ঘোষপাড়া, লক্ষীদাড়ি, আনারস বাগান, চারাবাড়ি ও গোয়ালপাড়া এলাকা থেকে বিভিন্ন ভারতীয় ঔষধ ও শাড়ি জব্দ করেন।
বিজিবি জানায়, এসব পণ্য অবৈধভাবে শুল্ক ফাঁকির মাধ্যমে ভারত থেকে আনা হচ্ছিল, যা দেশীয় শিল্পকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি সরকারের রাজস্ব আয় হ্রাস করছিল।
উদ্ধারকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমস অফিসে জমা দেওয়া হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়ম অনুযায়ী জব্দকৃত ট্যাবলেটগুলো সাধারণ ডায়েরিতে নথিভুক্ত করা হয়েছে এবং পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে।
স্থানীয়রা বিজিবির এই অভিযানকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।


































