শিরোনাম
আ.লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৪:২৪:০৬ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / 101
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হককে রাজধানীর নিকেতন এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।
রোববার (৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে নিকেতন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
ডিবি সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় সংঘটিত হামলার ঘটনায় ঢাকার বিভিন্ন থানায় দায়ের হওয়া আটটি মামলায় তার নাম রয়েছে। এসব মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং মামলাগুলোর বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
































