গুলতেকিনের পোস্টের পর নুহাশের প্রতিক্রিয়া
- সর্বশেষ আপডেট ১০:৫৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / 135
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সাবেক স্ত্রী গুলতেকিন খানের ফেসবুক পোস্ট ভাইরাল হওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন তাদের ছেলে, তরুণ চলচ্চিত্র নির্মাতা নুহাশ হুমায়ূন। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় তিনি নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, কোনো শিল্পী বা সৃষ্টিশীল মানুষকে তার কাজের জন্য ভালোবাসা যায়, তবে তার ব্যক্তিজীবনে সমস্যা থাকতে পারে। বাস্তবতা হিসেবে দুটোই সত্য হতে পারে।
নুহাশ লিখেছেন, “মানুষ জটিল এবং ভুলপ্রবণ। কেউ কেউ কোটি মানুষকে আনন্দ দেয়, অথচ খুব কাছের কাউকে কষ্ট দেয়। এর মানে এই নয় যে, যে কষ্ট পেয়েছে সে চুপ থাকবে। তবে এও হতে পারে না যে, মৃত ব্যক্তিকে অসম্মান করা হবে।”
এর আগে শুক্রবার গুলতেকিন খান ফেসবুকে হুমায়ূন আহমেদের সঙ্গে সাংসারিক জীবনের একটি ঘটনা তুলে ধরেন। অল্প সময়ের মধ্যে পোস্টটি ভাইরাল হয়। অনেকেই তার পক্ষে অবস্থান নেন, আবার অনেকে মৃত ব্যক্তিকে নিয়ে এ ধরনের লেখা প্রকাশের জন্য সমালোচনা করেন। দুই ধরনের প্রতিক্রিয়া নুহাশকে আহত করেছে।
নুহাশ চলচ্চিত্র নির্মাণে বাবার পদচারণা অনুসরণ করছেন। সম্প্রতি তিনি হরর, অতিপ্রাকৃত ও ফ্যান্টাসি ঘরানার সিনেমা নিয়ে কানাডার ফ্যান্টাজিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছেন। তার সিনেমা ‘২ষ’ উৎসবে প্রদর্শিত হয়েছে।






































