বাগেরহাটে সাংবাদিকে কুপিয়ে হত্যা
- সর্বশেষ আপডেট ০৪:০১:০৩ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
- / 67
বাগেরহাটে সাংবাদিক এস এম হায়াত উদ্দিনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ অক্টোবর) রাত ৮টার দিকে সদর উপজেলার হারিখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত হায়াত উদ্দিন স্থানীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রাতে বাসায় ফেরার পথে কয়েকজন সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে তারা পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নেন। পরে অবস্থা গুরুতর হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। বাগেরহাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিদুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—পূর্বশত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। হত্যার প্রকৃত কারণ জানতে সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পরিবারের দাবি, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশের কারণেই হায়াত উদ্দিনকে টার্গেট করা হয়েছিল। এর আগেও তাকে দু’বার হত্যার চেষ্টা করা হয়। সর্বশেষ তিনি স্থানীয় এক প্রভাবশালী গোষ্ঠীর অনিয়ম ও দুর্নীতির বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছিলেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। সহকর্মী সাংবাদিক ও নাগরিক সমাজ দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।


































