‘শাপলা প্রতীক না দিয়ে স্বেচ্ছাচারিতা করছে নির্বাচন কমিশন’
- সর্বশেষ আপডেট ১২:০৬:০১ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
- / 60
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, নির্বাচন কমিশন একটি পক্ষ বা শক্তির প্রভাবে এনসিপিকে শাপলা প্রতীক না দিয়ে স্বেচ্ছাচারিতা করছে। অথচ আইনগতভাবে শাপলা প্রতীক বরাদ্দে কোনো বাধা নেই।
শুক্রবার (৩ অক্টোবর) রাত ১০টায় ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সারজিস বলেন, বিএনপি নোট অব ডিসেন্ট দিলেই কমিশন এসব সংস্কার বাদ দেবে এমন কোনো কথা নেই। সবচেয়ে কার্যকর সমাধান হচ্ছে গণপরিষদ নির্বাচন। নতুন সংবিধান রচনার মাধ্যমে এসব প্রস্তাব সেখানে অন্তভূক্ত হবে। আমরা এনসিপির পক্ষ থেকে গণপরিষদ নির্বাচনই চাই।
তিনি বলেন, আমরা শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নিতে চাই। কমিশন স্বেচ্ছাচারিতা করলে আমরা আইনগতভাবে এবং প্রয়োজনে রাজনৈতিকভাবে এর মোকাবিলা করবো।
পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি ও নির্বাচন ব্যবস্থা নিয়ে সারজিস বলেন, জামায়াতে ইসলামী ও কিছু ইসলামি দল পিআর পদ্ধতি নিয়ে আন্দোলন করছে। এনসিপির অবস্থান স্পষ্ট নিম্ন কক্ষে এখনো পিআর পদ্ধতির প্রয়োজনীয়তা তৈরি হয়নি।
প্রশাসনের দলীয়করণ নিয়ে এই নেতা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের সময় বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থায় রাজনৈতিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা কিছুদিন চুপচাপ থাকলেও এখন আওয়ামীলীগকে সহায়তা করছে।































