ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
অন্যের ওপর দায় চাপানো ইউনূস সরকারের অভ্যাস
- সর্বশেষ আপডেট ০৯:২৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
- / 77
চট্টগ্রামের পাহাড়ি জেলা খাগড়াছড়িতে সাম্প্রতিক অস্থিরতার জন্য ভারতকে দায়ী করার অভিযোগ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টা। তবে সেই অভিযোগকে সরাসরি অস্বীকার করেছে ভারত।
শুক্রবার (৩ অক্টোবর) নয়াদিল্লিতে এক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং নিজেদের ব্যর্থতা আড়াল করতে অন্য দেশের ওপর দায় চাপানো তাদের ‘অভ্যাসে’ পরিণত হয়েছে।
তিনি বলেন, “আমরা এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করছি। বরং তাদের উচিত আত্মসমালোচনা করা এবং পার্বত্য চট্টগ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর স্থানীয় উগ্রবাদীদের সহিংসতা, অগ্নিসংযোগ ও ভূমি দখলের ঘটনা গভীরভাবে তদন্ত করা।”
এর আগে গত সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকায় সাংবাদিকদের এক প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম দাবি করেন, খাগড়াছড়িকে অস্থিতিশীল করার পেছনে ভারত বা ফ্যাসিস্ট শক্তির প্ররোচনা থাকতে পারে।
খাগড়াছড়ির অস্থিরতা শুরু হয় গত ২৩ সেপ্টেম্বর থেকে, যখন স্থানীয় সংগঠন ‘জুম্ম ছাত্র–জনতা’ স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি শুরু করে। এ সময় সহিংসতায় রোববার (২৮ সেপ্টেম্বর) গুইমারা উপজেলায় সংঘর্ষে তিনজন নিহত হন। ঘটনাস্থলে সেনাবাহিনীর এক মেজরসহ ১৩ সেনাসদস্য, গুইমারা থানার ওসিসহ তিন পুলিশ কর্মকর্তা এবং বেশ কিছু স্থানীয় বাসিন্দা আহত হন।
ভারতের বক্তব্য অনুযায়ী, এসব ঘটনার দায় অন্য দেশের ওপর চাপানোর বদলে অন্তর্বর্তী সরকারের উচিত সঠিকভাবে আইনশৃঙ্খলা রক্ষা করা ও ভেতরের সমস্যার সমাধান করা।




































