ঢাকা ১১:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রুমিন ফারহানা ইস্যুতে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
  • সর্বশেষ আপডেট ০৩:৩৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • / 103

রুমিন ফারহানা ইস্যুতে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০

চাঁদপুরের হাজীগঞ্জে ফেসবুকে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিকৃত ছবি পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার পালিশারা গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়। আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব কাজী জসিম অভিযোগ করে বলেন, ৯ নম্বর গন্ধর্ব্যপুর ইউনিয়ন জামায়াতের আমির ও স্থানীয় মসজিদের ইমাম মাওলানা ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে তারেক রহমান ও রুমিন ফারহানার বিকৃত ছবি শেয়ার করেন। শুক্রবার সকালে বিষয়টি জানতে চাইলে জামায়াত নেতাকর্মীরা অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। এতে যুবদলের অন্তত ১০ জন আহত হন।

অন্যদিকে, উপজেলা জামায়াত নেতা মাওলানা মোজাম্মেল হোসেন পরাণ জানান, বৃহস্পতিবার রাতেই পোস্টটি মুছে ফেলা হয় এবং দুঃখ প্রকাশ করা হয়। এরপরও সকালে বৈঠকে বসার আগে বিএনপি নেতাকর্মীরা ইলিয়াস হোসেনের ওপর হামলা চালায়। এতে জামায়াতেরও ১০-১২ জন আহত হন।

ঘটনার বিষয়ে ইলিয়াস হোসেন বলেন, “আমার ফেসবুক আইডি থেকে ছবিটি অসাবধানতাবশত শেয়ার হয়েছিল। পরে মুছে দিয়েছি এবং দুঃখ প্রকাশ করেছি। তারপরও শুক্রবার সকালে বৈঠকের আগে হামলার শিকার হয়েছি।”

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রুমিন ফারহানা ইস্যুতে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০

সর্বশেষ আপডেট ০৩:৩৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

চাঁদপুরের হাজীগঞ্জে ফেসবুকে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিকৃত ছবি পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার পালিশারা গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়। আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব কাজী জসিম অভিযোগ করে বলেন, ৯ নম্বর গন্ধর্ব্যপুর ইউনিয়ন জামায়াতের আমির ও স্থানীয় মসজিদের ইমাম মাওলানা ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে তারেক রহমান ও রুমিন ফারহানার বিকৃত ছবি শেয়ার করেন। শুক্রবার সকালে বিষয়টি জানতে চাইলে জামায়াত নেতাকর্মীরা অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। এতে যুবদলের অন্তত ১০ জন আহত হন।

অন্যদিকে, উপজেলা জামায়াত নেতা মাওলানা মোজাম্মেল হোসেন পরাণ জানান, বৃহস্পতিবার রাতেই পোস্টটি মুছে ফেলা হয় এবং দুঃখ প্রকাশ করা হয়। এরপরও সকালে বৈঠকে বসার আগে বিএনপি নেতাকর্মীরা ইলিয়াস হোসেনের ওপর হামলা চালায়। এতে জামায়াতেরও ১০-১২ জন আহত হন।

ঘটনার বিষয়ে ইলিয়াস হোসেন বলেন, “আমার ফেসবুক আইডি থেকে ছবিটি অসাবধানতাবশত শেয়ার হয়েছিল। পরে মুছে দিয়েছি এবং দুঃখ প্রকাশ করেছি। তারপরও শুক্রবার সকালে বৈঠকের আগে হামলার শিকার হয়েছি।”

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”