খুলনায় বাবাকে খুন করে স্ত্রীসহ পলাতক ছেলে
- সর্বশেষ আপডেট ০২:১২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
- / 103
খুলনায় বাবাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। নেশার টাকার জন্য হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ছেলে ও স্ত্রী জড়িত বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে নগরের বসুপাড়া বাশঁতলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জনা যায়, নিহত লিটন খান (৪৫) মাছ ফেরি করে জীবিকা নির্বাহ করতেন। তাঁর ছেলে আবু বকর লিমন ও তার স্ত্রী চাঁদনী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর তাঁরা দুজনই পলাতক।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, সম্প্রতি লিটন খান একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা ঋণ নেন। ওই টাকা থেকে ছেলে লিমন ২০ হাজার টাকা দাবি করছিলেন। কিন্তু লিমন নেশাগ্রস্ত হওয়ায় লিটন টাকা দিতে অস্বীকৃতি জানান। বৃহস্পতিবার রাতে স্ত্রী বাড়িতে না থাকায় লিটন একাই ছিলেন। এ সুযোগে লিমন ও তাঁর স্ত্রী পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটান। প্রথমে তাঁরা শ্বাসরোধে লিটনকে অচেতন করেন এবং পরে মৃত্যু নিশ্চিত করতে ঘরে থাকা ধারালো বঁটি দিয়ে গলা কেটে হত্যা করেন। হত্যার পর তাঁরা পালিয়ে যান।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং হত্যায় ব্যবহৃত ধারালো বঁটি জব্দ করে। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


































