ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় মুষলধারে বৃষ্টি, জলাবদ্ধতা

নিজস্ব প্রতিবদেক
  • সর্বশেষ আপডেট ১০:৫৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • / 66

ঢাকায় মুষলধারে বৃষ্টিতে সড়কে জলাবদ্ধতার চিত্র। ছবি: সংগৃহীত

বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে গভীর নিম্নচাপ। বর্তমানে এটি ভারতের ওড়িশা উপকূলে গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। ফলে নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টিতে হয়েছে জলাবদ্ধতা। এতে করে ঢাকাবাসীর ভোগান্তি পোহাতে হচ্ছে। যদিও টানা ৪ দিনের সরকারি ছুটি চলছে। শুক্রবার (৩ অক্টোবর) ভোর সাড়ে ৫টা থেকে রাজধানী ঢাকায় মুষলধারে বৃষ্টি শুরু হয়।

বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিশেষ করে শহরের অপেক্ষাকৃত নিচু সড়কগুলো পানির নিচে তলিয়ে যায়। এতে চলাচলে ভোগান্তিতে পড়তে দেখা যায় বিভিন্ন যানের চালক ও যাত্রীদের। তবে ছুটির দিন হওয়ায় রাস্তায় মানুষের চলাচল তেমন ছিল না।

এরআগে, দেশের আট বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণের আভাস দিয়েছিল আবহাওয়া অফিস। বর্ষণের প্রভাবে ভূমিধস ও জলাবদ্ধতার সম্ভাবনার কথাও জানানো হয়।

আবহাওয়া অফিসের সতর্কবার্তায় আরও বলা হয়, ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢাকায় মুষলধারে বৃষ্টি, জলাবদ্ধতা

সর্বশেষ আপডেট ১০:৫৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে গভীর নিম্নচাপ। বর্তমানে এটি ভারতের ওড়িশা উপকূলে গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। ফলে নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টিতে হয়েছে জলাবদ্ধতা। এতে করে ঢাকাবাসীর ভোগান্তি পোহাতে হচ্ছে। যদিও টানা ৪ দিনের সরকারি ছুটি চলছে। শুক্রবার (৩ অক্টোবর) ভোর সাড়ে ৫টা থেকে রাজধানী ঢাকায় মুষলধারে বৃষ্টি শুরু হয়।

বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিশেষ করে শহরের অপেক্ষাকৃত নিচু সড়কগুলো পানির নিচে তলিয়ে যায়। এতে চলাচলে ভোগান্তিতে পড়তে দেখা যায় বিভিন্ন যানের চালক ও যাত্রীদের। তবে ছুটির দিন হওয়ায় রাস্তায় মানুষের চলাচল তেমন ছিল না।

এরআগে, দেশের আট বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণের আভাস দিয়েছিল আবহাওয়া অফিস। বর্ষণের প্রভাবে ভূমিধস ও জলাবদ্ধতার সম্ভাবনার কথাও জানানো হয়।

আবহাওয়া অফিসের সতর্কবার্তায় আরও বলা হয়, ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।