ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে সহিংসতা ও হত্যায় পুলিশের তিন মামলা

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
  • সর্বশেষ আপডেট ০২:৪১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • / 102

খাগড়াছড়িতে সহিংসতা ও হত্যায় পুলিশের তিন মামলা

খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় সাম্প্রতিক সহিংসতার ঘটনায় পুলিশ তিনটি মামলা করেছে। এসব মামলায় এক হাজারেরও বেশি অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে। এর মধ্যে গুইমারা থানায় একটি হত্যা মামলা ও আরেকটি সহিংসতার মামলা এবং খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, গত ২৭ সেপ্টেম্বর জেলা সদরের মহাজনপাড়া, স্বনির্ভর ও উপজেলা পরিষদ এলাকার সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। এতে প্রায় ৬০০ থেকে ৭০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে। বুধবার দুপুরে থানার উপপরিদর্শক (এসআই) শাহরিয়ার এ মামলা দায়ের করেন।

গুইমারা থানার ওসি মো. এনামুল হক চৌধুরী বলেন, ২৮ সেপ্টেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত গুইমারায় প্রশাসনের জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করে সহিংসতা ছড়িয়ে পড়ে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ধানক্ষেত থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দুই থেকে আড়াই’শ জনকে আসামি করে দুটি মামলা রুজু করা হয়েছে।

প্রসঙ্গত, খাগড়াছড়িতে এক শিক্ষার্থী ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে গত শনিবার ‘জুম্ম ছাত্র-জনতা’ অবরোধ কর্মসূচি ডাকে। ওই সময় ১৪৪ ধারা অমান্য করে সংঘর্ষ, দাঙ্গা, অগ্নিসংযোগ ও হত্যার মতো ঘটনা ঘটে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

খাগড়াছড়িতে সহিংসতা ও হত্যায় পুলিশের তিন মামলা

সর্বশেষ আপডেট ০২:৪১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫

খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় সাম্প্রতিক সহিংসতার ঘটনায় পুলিশ তিনটি মামলা করেছে। এসব মামলায় এক হাজারেরও বেশি অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে। এর মধ্যে গুইমারা থানায় একটি হত্যা মামলা ও আরেকটি সহিংসতার মামলা এবং খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, গত ২৭ সেপ্টেম্বর জেলা সদরের মহাজনপাড়া, স্বনির্ভর ও উপজেলা পরিষদ এলাকার সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। এতে প্রায় ৬০০ থেকে ৭০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে। বুধবার দুপুরে থানার উপপরিদর্শক (এসআই) শাহরিয়ার এ মামলা দায়ের করেন।

গুইমারা থানার ওসি মো. এনামুল হক চৌধুরী বলেন, ২৮ সেপ্টেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত গুইমারায় প্রশাসনের জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করে সহিংসতা ছড়িয়ে পড়ে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ধানক্ষেত থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দুই থেকে আড়াই’শ জনকে আসামি করে দুটি মামলা রুজু করা হয়েছে।

প্রসঙ্গত, খাগড়াছড়িতে এক শিক্ষার্থী ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে গত শনিবার ‘জুম্ম ছাত্র-জনতা’ অবরোধ কর্মসূচি ডাকে। ওই সময় ১৪৪ ধারা অমান্য করে সংঘর্ষ, দাঙ্গা, অগ্নিসংযোগ ও হত্যার মতো ঘটনা ঘটে।