বিমানবন্দরে সাংবাদিক হেনস্তা, এনসিপির সংবাদ সম্মেলন বয়কট
- সর্বশেষ আপডেট ০২:২৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
- / 121
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের হাতে কয়েকজন সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর সাংবাদিকরা এনসিপির নির্ধারিত সংবাদ সম্মেলন বয়কট করেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।
এর আগে এনসিপি জানায়, সকাল ৮টা ৪০ মিনিটে সংগঠনের সদস্য সচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাকে বহনকারী উড়োজাহাজ ঢাকায় অবতরণ করবে। তাদের স্বাগত জানাতে বিমানবন্দরে দলীয় নেতাকর্মীরা উপস্থিত হন।
সময় টিভির সিনিয়র রিপোর্টার মোহাম্মদ সালেহি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুনের বক্তব্য নেওয়ার সময় এনসিপির নেতাকর্মীরা স্লোগান দিচ্ছিলেন। সাংবাদিকরা বারবার অনুরোধ করলেও তারা স্লোগান বন্ধ করেননি। বরং আরও উচ্চস্বরে স্লোগান দিতে থাকেন।
তিনি আরও জানান, এক পর্যায়ে সহকর্মীদের মধ্যে একজন স্লোগান থামানোর অনুরোধ করলে কয়েকজন নেতাকর্মী তার ওপর শারীরিকভাবে চড়াও হন। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সাংবাদিকরা সংবাদ সম্মেলন বর্জনের সিদ্ধান্ত নেন।
বাংলাদেশ টাইমসের প্রতিবেদক জুবায়েরও অভিযোগ করেন, বারবার অনুরোধের পরও নেতাকর্মীরা স্লোগান থামাননি বরং সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা করেন।































