ঢাকা ১১:১৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইসরাইলি তাণ্ডবে একদিনে প্রাণ গেল ৭৩ ফিলিস্তিনির

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:৩৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • / 68

গাজায় ইসরাইলি বাহিনীর তাণ্ডব। ফাইল ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের অব্যাহত আগ্রাসনে একদিনে আরও ৭৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার (১ অক্টোবর) ভোর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। খবর আল জাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার গাজার জায়তুন এলাকা আল-ফালাহ স্কুলে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। স্কুলটি কয়েকশ বাস্তুচ্যুত মানুষের জন্য আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। ওই এলাকায় ইসরাইল স্থল অভিযান সম্প্রসারণের পাশাপাশি ভয়াবহ বিমান হামলাও চালাচ্ছে।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্স সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে আরেকটি হামলায় অনেকে গুরুতর আহত হন। তাদের মধ্যে একজন পরে মারা যান।

গাজা সিটি থেকে আল জাজিরার সাংবাদিক ইব্রাহিম আল-খলিলি জানান, প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ‘সিভিল ডিফেন্স দল ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষ উদ্ধার করতে গেলে সরাসরি হামলা চালানো হয়, এতে তাদের অনেকে গুরুতরভাবে আহত হন।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইসরাইলি তাণ্ডবে একদিনে প্রাণ গেল ৭৩ ফিলিস্তিনির

সর্বশেষ আপডেট ১০:৩৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের অব্যাহত আগ্রাসনে একদিনে আরও ৭৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার (১ অক্টোবর) ভোর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। খবর আল জাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার গাজার জায়তুন এলাকা আল-ফালাহ স্কুলে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। স্কুলটি কয়েকশ বাস্তুচ্যুত মানুষের জন্য আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। ওই এলাকায় ইসরাইল স্থল অভিযান সম্প্রসারণের পাশাপাশি ভয়াবহ বিমান হামলাও চালাচ্ছে।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্স সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে আরেকটি হামলায় অনেকে গুরুতর আহত হন। তাদের মধ্যে একজন পরে মারা যান।

গাজা সিটি থেকে আল জাজিরার সাংবাদিক ইব্রাহিম আল-খলিলি জানান, প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ‘সিভিল ডিফেন্স দল ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষ উদ্ধার করতে গেলে সরাসরি হামলা চালানো হয়, এতে তাদের অনেকে গুরুতরভাবে আহত হন।’