ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিপাইনে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬৯

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০২:৫৭:২৩ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / 85

ফিলিপাইনে ভূমিকম্পে নিহতদের উদ্ধারে সেচ্ছাসেবকরা। ছবি: সংগৃহীত

ফিলিপাইনের মধ্যাঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ জনে। মৃত্যুর খবর পাওয়া গেছে, আহতের সংখ্যা দেড় শতাধিক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে। খবর আল-জাজিরার।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৯টা ৫৯ মিনিটে সেবু দ্বীপের উত্তর প্রান্তে প্রায় ৯০ হাজার অধিবাসীর শহর বোগো’র কাছে ভূমিকম্পটির উৎপত্তি হয়। প্রথম কম্পনের পর নিকটবর্তী এলাকায় অন্তত চার দফা ৫ মাত্রার বেশি শক্তিশালী আফটারশক অনুভূত হয়।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, প্রাথমিকভাবে ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও বুধবার (১ অক্টোবর) নতুন করে নিশ্চিত হওয়া সংখ্যাটি আপাতত ৬৯ জন। তবে, ভয়াবহ এক ভূমিকম্পে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উদ্ধারকর্মীরা জীবিতদের খুঁজে বের করতে তৎপরতা চালাচ্ছেন। সেনা সদস্য, পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা ব্যাকহো ও স্নিফার ডগ নিয়ে ধ্বংসস্তূপে উদ্ধারকাজ চালাচ্ছেন।

ফিলিপাইনের সিভিল ডিফেন্স অফিসের উপ-প্রশাসক বার্নার্দো রাফায়েলিতো আলেহান্দ্রো বলেন, ‘আমরা এখনও উদ্ধার কার্যক্রমের মধ্যে আছি। অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে রিপোর্ট পাচ্ছি।’

স্থানীয় কর্তৃপক্ষ সেবুর কিছু এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে। ভূমিকম্পে বিদ্যুৎ বিভ্রাট এবং ভবন ধসে পড়ার ঘটনা ঘটেছে। স্থানীয় টেলিভিশন ফুটেজে দেখা গেছে, মোটরসাইকেল আরোহীরা সেতুতে তীব্র কাঁপনের কারণে বাইক থেকে নেমে রেলিং আঁকড়ে ধরেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ফিলিপাইনে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬৯

সর্বশেষ আপডেট ০২:৫৭:২৩ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫

ফিলিপাইনের মধ্যাঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ জনে। মৃত্যুর খবর পাওয়া গেছে, আহতের সংখ্যা দেড় শতাধিক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে। খবর আল-জাজিরার।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৯টা ৫৯ মিনিটে সেবু দ্বীপের উত্তর প্রান্তে প্রায় ৯০ হাজার অধিবাসীর শহর বোগো’র কাছে ভূমিকম্পটির উৎপত্তি হয়। প্রথম কম্পনের পর নিকটবর্তী এলাকায় অন্তত চার দফা ৫ মাত্রার বেশি শক্তিশালী আফটারশক অনুভূত হয়।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, প্রাথমিকভাবে ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও বুধবার (১ অক্টোবর) নতুন করে নিশ্চিত হওয়া সংখ্যাটি আপাতত ৬৯ জন। তবে, ভয়াবহ এক ভূমিকম্পে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উদ্ধারকর্মীরা জীবিতদের খুঁজে বের করতে তৎপরতা চালাচ্ছেন। সেনা সদস্য, পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা ব্যাকহো ও স্নিফার ডগ নিয়ে ধ্বংসস্তূপে উদ্ধারকাজ চালাচ্ছেন।

ফিলিপাইনের সিভিল ডিফেন্স অফিসের উপ-প্রশাসক বার্নার্দো রাফায়েলিতো আলেহান্দ্রো বলেন, ‘আমরা এখনও উদ্ধার কার্যক্রমের মধ্যে আছি। অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে রিপোর্ট পাচ্ছি।’

স্থানীয় কর্তৃপক্ষ সেবুর কিছু এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে। ভূমিকম্পে বিদ্যুৎ বিভ্রাট এবং ভবন ধসে পড়ার ঘটনা ঘটেছে। স্থানীয় টেলিভিশন ফুটেজে দেখা গেছে, মোটরসাইকেল আরোহীরা সেতুতে তীব্র কাঁপনের কারণে বাইক থেকে নেমে রেলিং আঁকড়ে ধরেছেন।