মিথিলা–সৃজিত সম্পর্ক ঘিরে ফের আলোচনা
- সর্বশেষ আপডেট ০৬:৩৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
- / 155
বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি এর দাম্পত্য বিচ্ছেদ নিয়ে গুঞ্জন নতুন নয়। যদিও এখনও হাসি মুখেই এ ধরনের আলোচনাকে এড়িয়ে যান তারা। তবে শারদীয় দুর্গোৎসবে সৃজিতের বান্ধবী সুস্মিতা-র সঙ্গে একাধিক ছবি প্রকাশ পাওয়ায় বিষয়টি আবারও আলোচনায় এসেছে।
এমন সময় এক পডকাস্টে ব্যক্তিজীবন নিয়ে খোলামেলা কথা বলেন মিথিলা। তিনি জানান, “২০২৪ সালের জুলাইয়ের পর থেকে আমি কলকাতায় যাইনি, কারণ আমার ভিসা নেই।”
সঞ্চালকের প্রশ্ন ছিল—অনেকে বলছেন, সৃজিত মুখার্জি আর আপনার স্বামী নন, কী বলবেন? উত্তরে মিথিলা বলেন, “ওরা যা বলছে, সেটা তাদের কথা। আমি কিছু বলব না।”
এরপর প্রশ্ন আসে—“মানে, সৃজিত কি এখনও আপনার স্বামী?” খানিকটা ভেবে মিথিলা জবাব দেন, “হ্যাঁ, পাসপোর্টে এখনো তার নাম আছে।”
২০১৯ সালের ডিসেম্বরে সৃজিতকে বিয়ে করেন মিথিলা। বিয়ের পর মেয়ে আইরা-কে নিয়ে কলকাতায় স্থায়ী হন তিনি এবং মেয়েকে স্থানীয় একটি স্কুলেও ভর্তি করেছিলেন। তবে গত দুই বছর ধরে তিনি মেয়েকে নিয়ে ঢাকাতেই আছেন।
অন্যদিকে, গত আগস্টে সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব জেনেভা থেকে আর্লি চাইল্ডহুড এডুকেশন বিষয়ে পিএইচডি সম্পন্ন করেছেন মিথিলা। এ উপলক্ষে স্ত্রীকে অভিনন্দন জানিয়ে সৃজিত তার পোস্ট শেয়ার করে লিখেছিলেন—“অসাধারণ অর্জন, অভিনন্দন!”






































