ট্রাম্পের ইউটিউব মামলা সমাধানে ২৪.৫ মিলিয়ন ডলার
- সর্বশেষ আপডেট ০৬:১৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
- / 83
মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়ের করা এক মামলার নিষ্পত্তিতে ইউটিউব ২৪.৫ মিলিয়ন ডলার পরিশোধে সম্মত হয়েছে।
২০২১ সালে ক্যাপিটল হিলে হামলার পর ট্রাম্পের ইউটিউব অ্যাকাউন্ট স্থগিত করা হলে তিনি আদালতে মামলা করেন। সমঝোতার অংশ হিসেবে গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেটের মালিকানাধীন ইউটিউব ট্রাম্পের পক্ষ থেকে ২২ মিলিয়ন ডলার ন্যাশনাল মল ট্রাস্টকে দান করবে। এই অলাভজনক সংস্থা হোয়াইট হাউসে একটি বলরুম নির্মাণের জন্য প্রায় ২০০ মিলিয়ন ডলারের প্রকল্প পরিচালনা করছে।
বাকি ২.৫ মিলিয়ন ডলার অন্যান্য বাদীদের মধ্যে যাবে, যার মধ্যে আছেন আমেরিকান কনজারভেটিভ ইউনিয়ন এবং লেখিকা নাওমি উলফ। আদালতের নথিতে বলা হয়েছে, ইউটিউব কোনো অপরাধ স্বীকার করেনি; বরং এই সমঝোতা বিতর্কিত দাবি মেটানো এবং দীর্ঘমেয়াদি বিচারব্যয়ের ঝুঁকি এড়ানোর জন্য করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই চুক্তি বড় প্রযুক্তি কোম্পানিগুলোর কনটেন্ট মডারেশনের ধারাবাহিকতায় আস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। সিডনি বিশ্ববিদ্যালয়ের গবেষক টিমোথি কোস্কি বলেন, “নিয়মভিত্তিক শাসনের অবক্ষয়ের কারণে প্রশাসনের কাছে কাছাকাছি থাকা কোনো ব্যক্তির ক্ষেত্রেও সমান আচরণ আশা করা যাচ্ছে না।” তিনি সতর্ক করেছেন, এর প্রভাব শুধু রাজনৈতিক নয়, দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত বড় কোম্পানিগুলোকেও প্রভাবিত করবে।
এর আগে, প্যারামাউন্ট গ্লোবাল ১৬ মিলিয়ন ডলার এবং এবিসি নিউজ ১৫ মিলিয়ন ডলার দিয়ে ট্রাম্পের অন্যান্য মামলার নিষ্পত্তি করেছিল।
































