হান্নান মাসউদের দুঃখপ্রকাশ
- সর্বশেষ আপডেট ০৪:৩৯:০৩ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
- / 75
খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণের ঘটনায় সংঘর্ষ ও বিক্ষোভের পরে প্রকাশ্যভাবে দেওয়া বক্তব্যকে নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হলে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ দুঃখপ্রকাশ করেছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) তিনি একটি সমাবেশে ‘ভুয়া ধর্ষণ’ বলে মন্তব্য করেছিলেন, যা নিয়ে দেশব্যাপী তীব্র সমালোচনা হয়।
সোমবার (২৯ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে হান্নান মাসউদ লিখেছেন, দ্বীপ হাতিয়ার চানন্দী ইউনিয়নে প্রদত্ত ভাষণে তিনি অনিচ্ছায় ও তাৎক্ষণিকভাবে ‘ভুয়া ধর্ষণ’ শব্দটি ব্যবহার করেছেন, যা তার অভিপ্রায় ছিল না। তিনি বলেছেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধ কোনোভাবেই অবমূল্যায়ন করা যায় না এবং ধর্ষকদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি নিশ্চিত করতে হবে। অপ্রস্তুত ওই শব্দটি প্রয়োগের জন্য তিনি বিব্রত ও দুঃখিত। তিনি শুভাকাঞ্জ্ষী, সমর্থক ও সমালোচকদের এটি মুহূর্তের ভুল হিসেবে গ্রহণ করার অনুরোধ জানিয়েছেন।
পোস্টে আরও বলেন, পাহাড় ও সমতলের সমস্ত নাগরিককে একত্র হয়ে পরাজিত ও ফ্যাসিবাদী শক্তি প্রতিহত করতে প্রাণপাত করার আহ্বান জানাচ্ছি। পরিস্থিতি আলোচনা ও সংলাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করার জন্য তিনি আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের প্রতি উভয় পক্ষের বক্তব্য গুরুত্বসহকারে শোনার নির্দেশনার আবেদন জানান।
হান্নান মাসউদের এই দুঃখপ্রকাশের পরে বিষয়টি নিয়ে সামাজিক ও রাজনৈতিক স্তরে বিতর্ক ও প্রতিক্রিয়া চলমান রয়েছে।


































