ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জান্নাতের টিকেট বিক্রেতারা ধর্ম ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
  • সর্বশেষ আপডেট ০৯:১৪:২২ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 117

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জান্নাতের টিকিট বিক্রেতারা আসলে ধর্মের ব্যবসায়ী, আর এই দেশে কোনো ধরনের চেতনার ব্যবসা চলতে দেওয়া হবে না।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লায় বিএনপির কাউন্সিলে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদের বক্তব্যে উঠে আসে, ইসলাম কোনো রাজনৈতিক বাক্স নয়। তিনি বলেন, যারা রাজনীতিকে ব্যবহার করে ইসলামকে বিভক্ত করতে চাইছে, তাদেরকে ভোটের মাধ্যমে জবাব দিতে হবে।

একাত্তরের চেতনার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এ চেতনার নামে ব্যবসা করতে করতে শেখ হাসিনাকে শেষ পর্যন্ত দিল্লিতে আশ্রয় নিতে হয়েছে। ঢাকায় তাদের রাজনীতির মৃত্যু হয়েছে আর দাফন সম্পন্ন হয়েছে দিল্লিতে।

তিনি উল্লেখ করেন, দেশের মানুষ কখনো একাত্তরের চেতনা ব্যবসা গ্রহণ করেনি, তেমনি জুলাই আন্দোলনের চেতনা নিয়েও যেন কেউ ব্যবসা করতে না পারে। জনগণ এখন ভাষণনির্ভর ও শোষণভিত্তিক রাজনীতি চায় না।

বিচারের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন বলেন, প্রতিটি হত্যার বিচার হবে। তবে এটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। ইতোমধ্যে বিচার কার্যক্রম শুরু হয়েছে, ভবিষ্যতে ট্রাইব্যুনাল, প্রসিকিউশন ও তদন্ত দল আরও বাড়ানো হবে।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে। তবে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না।

এ সময় তিনি নেতাকর্মীদের সামাজিক মাধ্যমে সক্রিয় থেকে যেকোনো গুজবের দ্রুত জবাব দেওয়ার আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জান্নাতের টিকেট বিক্রেতারা ধর্ম ব্যবসায়ী

সর্বশেষ আপডেট ০৯:১৪:২২ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জান্নাতের টিকিট বিক্রেতারা আসলে ধর্মের ব্যবসায়ী, আর এই দেশে কোনো ধরনের চেতনার ব্যবসা চলতে দেওয়া হবে না।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লায় বিএনপির কাউন্সিলে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদের বক্তব্যে উঠে আসে, ইসলাম কোনো রাজনৈতিক বাক্স নয়। তিনি বলেন, যারা রাজনীতিকে ব্যবহার করে ইসলামকে বিভক্ত করতে চাইছে, তাদেরকে ভোটের মাধ্যমে জবাব দিতে হবে।

একাত্তরের চেতনার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এ চেতনার নামে ব্যবসা করতে করতে শেখ হাসিনাকে শেষ পর্যন্ত দিল্লিতে আশ্রয় নিতে হয়েছে। ঢাকায় তাদের রাজনীতির মৃত্যু হয়েছে আর দাফন সম্পন্ন হয়েছে দিল্লিতে।

তিনি উল্লেখ করেন, দেশের মানুষ কখনো একাত্তরের চেতনা ব্যবসা গ্রহণ করেনি, তেমনি জুলাই আন্দোলনের চেতনা নিয়েও যেন কেউ ব্যবসা করতে না পারে। জনগণ এখন ভাষণনির্ভর ও শোষণভিত্তিক রাজনীতি চায় না।

বিচারের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন বলেন, প্রতিটি হত্যার বিচার হবে। তবে এটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। ইতোমধ্যে বিচার কার্যক্রম শুরু হয়েছে, ভবিষ্যতে ট্রাইব্যুনাল, প্রসিকিউশন ও তদন্ত দল আরও বাড়ানো হবে।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে। তবে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না।

এ সময় তিনি নেতাকর্মীদের সামাজিক মাধ্যমে সক্রিয় থেকে যেকোনো গুজবের দ্রুত জবাব দেওয়ার আহ্বান জানান।