ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সৈয়দা রিজওয়ানা হাসান

সেন্টমার্টিন বন্ধ ছিল না, পর্যটক নিয়ন্ত্রণ করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:২৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 135

সৈয়দা রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, সেন্টমার্টিনে কখনোই ভ্রমণ বন্ধ করা হয়নি, তবে পর্যটক সংখ্যা নিয়ন্ত্রণ করা হয়েছে।

বিশ্ব নদী দিবস উপলক্ষে শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর পান্থপথের পানি ভবনে আয়োজিত অনুষ্ঠানে রিজওয়ানা হাসান এ কথা বলেন। অনুষ্ঠানটি প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড’ প্রদানের জন্য আয়োজন করা হয়।

রিজওয়ানা হাসান বলেন, “সেন্টমার্টিনের স্থানীয় মানুষ হোটেলগুলোর মালিক নন। আন্দোলন যারা করছেন, তাদের অধিকাংশই বাইরের ব্যবসায়ী। সেন্ট মার্টিন ব্যবসায়ীদের নয়, সবার।” তিনি আরও বলেন, “সেন্টমার্টিনকে বাঁচালে পর্যটন চলবে। সেন্ট মার্টিনে কখনোই ভ্রমণ বন্ধ করা হয়নি, শুধু পর্যটক সংখ্যা নিয়ন্ত্রণ করা হয়েছে। এটি বৈশ্বিক অনুশীলন। ২০১৬ সালে রাতে অবস্থান না করার সিদ্ধান্ত নেওয়া হলেও তা কার্যকর হয়নি, বর্তমানে সরকার তা বাস্তবায়ন করছে।”

এ সময় চলনবিলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনের ঘটনাকে নিয়ে তিনি বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানে যারা পড়াশোনা করছেন, তারা কিভাবে এই দাবি তুলতে পারেন বা প্রস্তাব পাঠাতে পারেন?” তিনি আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, “সরকার অনুমতি দিল কি দিল না, সেটা পরে দেখা যাবে, তবে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রকল্প পাঠানো সম্ভব কি না—এটাই মূল প্রশ্ন।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সৈয়দা রিজওয়ানা হাসান

সেন্টমার্টিন বন্ধ ছিল না, পর্যটক নিয়ন্ত্রণ করা হয়েছে

সর্বশেষ আপডেট ০৬:২৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, সেন্টমার্টিনে কখনোই ভ্রমণ বন্ধ করা হয়নি, তবে পর্যটক সংখ্যা নিয়ন্ত্রণ করা হয়েছে।

বিশ্ব নদী দিবস উপলক্ষে শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর পান্থপথের পানি ভবনে আয়োজিত অনুষ্ঠানে রিজওয়ানা হাসান এ কথা বলেন। অনুষ্ঠানটি প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড’ প্রদানের জন্য আয়োজন করা হয়।

রিজওয়ানা হাসান বলেন, “সেন্টমার্টিনের স্থানীয় মানুষ হোটেলগুলোর মালিক নন। আন্দোলন যারা করছেন, তাদের অধিকাংশই বাইরের ব্যবসায়ী। সেন্ট মার্টিন ব্যবসায়ীদের নয়, সবার।” তিনি আরও বলেন, “সেন্টমার্টিনকে বাঁচালে পর্যটন চলবে। সেন্ট মার্টিনে কখনোই ভ্রমণ বন্ধ করা হয়নি, শুধু পর্যটক সংখ্যা নিয়ন্ত্রণ করা হয়েছে। এটি বৈশ্বিক অনুশীলন। ২০১৬ সালে রাতে অবস্থান না করার সিদ্ধান্ত নেওয়া হলেও তা কার্যকর হয়নি, বর্তমানে সরকার তা বাস্তবায়ন করছে।”

এ সময় চলনবিলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনের ঘটনাকে নিয়ে তিনি বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানে যারা পড়াশোনা করছেন, তারা কিভাবে এই দাবি তুলতে পারেন বা প্রস্তাব পাঠাতে পারেন?” তিনি আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, “সরকার অনুমতি দিল কি দিল না, সেটা পরে দেখা যাবে, তবে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রকল্প পাঠানো সম্ভব কি না—এটাই মূল প্রশ্ন।”