ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের বিপক্ষে খেলছেন না লিটন

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৬:৪৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 82

বাংলাদেশ

এশিয়া কাপের সুপার ফোরে শক্তিশালী শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণ ছন্দে আছে বাংলাদেশ। এবার তাদের প্রতিপক্ষ ভারত। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।

ম্যাচের বিজয়ী দল সরাসরি ফাইনালে পৌঁছাবে। তবে গুরুত্বপূর্ণ এ ম্যাচে বাংলাদেশকে হয়তো অধিনায়ক লিটন দাস ছাড়াই খেলতে হবে।

টিম ম্যানেজমেন্ট সূত্রের খবর, অনুশীলনের সময় ইনজুরির কারণে লিটন দাস ভারতের বিপক্ষে খেলবেন না। এ কারণে অধিনায়কত্বেও পরিবর্তন আসছে। গুঞ্জন অনুযায়ী, লিটনের পরিবর্তে দলের নেতৃত্ব দেবেন জাকের আলী।

এর আগে বিসিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার অনুশীলনের সময় স্কয়ার কাট খেলতে গিয়ে কোমরের বাঁ পাশে ব্যথা পান লিটন। দলের ফিজিও বায়েজিদ মাঠে তার অবস্থা পর্যবেক্ষণ করেন। এরপর আর অনুশীলন না করে মাঠ ছাড়েন তিনি।

বিসিবির এক কর্মকর্তা বিষয়টি নিয়ে বলেন, ‘তাকে আজ (গতকাল) পরীক্ষা করে দেখতে হবে। বাইরে থেকে দেখে ঠিকই আছে মনে হচ্ছে। তবে কোন সমস্যা আছে কিনা বুঝতে টেস্ট করাতে হবে।’

ভারতের বিপক্ষে বড় এই ম্যাচে লিটনকে না পাওয়া দলের জন্য বড় ক্ষতি। এশিয়া কাপের আগে ভালো ছন্দে ছিলেন ডানহাতি ব্যাটার। ভারতের বিপক্ষে তার পূর্বে ভালো ইনিংস খেলারও রেকর্ড আছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভারতের বিপক্ষে খেলছেন না লিটন

সর্বশেষ আপডেট ০৬:৪৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

এশিয়া কাপের সুপার ফোরে শক্তিশালী শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণ ছন্দে আছে বাংলাদেশ। এবার তাদের প্রতিপক্ষ ভারত। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।

ম্যাচের বিজয়ী দল সরাসরি ফাইনালে পৌঁছাবে। তবে গুরুত্বপূর্ণ এ ম্যাচে বাংলাদেশকে হয়তো অধিনায়ক লিটন দাস ছাড়াই খেলতে হবে।

টিম ম্যানেজমেন্ট সূত্রের খবর, অনুশীলনের সময় ইনজুরির কারণে লিটন দাস ভারতের বিপক্ষে খেলবেন না। এ কারণে অধিনায়কত্বেও পরিবর্তন আসছে। গুঞ্জন অনুযায়ী, লিটনের পরিবর্তে দলের নেতৃত্ব দেবেন জাকের আলী।

এর আগে বিসিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার অনুশীলনের সময় স্কয়ার কাট খেলতে গিয়ে কোমরের বাঁ পাশে ব্যথা পান লিটন। দলের ফিজিও বায়েজিদ মাঠে তার অবস্থা পর্যবেক্ষণ করেন। এরপর আর অনুশীলন না করে মাঠ ছাড়েন তিনি।

বিসিবির এক কর্মকর্তা বিষয়টি নিয়ে বলেন, ‘তাকে আজ (গতকাল) পরীক্ষা করে দেখতে হবে। বাইরে থেকে দেখে ঠিকই আছে মনে হচ্ছে। তবে কোন সমস্যা আছে কিনা বুঝতে টেস্ট করাতে হবে।’

ভারতের বিপক্ষে বড় এই ম্যাচে লিটনকে না পাওয়া দলের জন্য বড় ক্ষতি। এশিয়া কাপের আগে ভালো ছন্দে ছিলেন ডানহাতি ব্যাটার। ভারতের বিপক্ষে তার পূর্বে ভালো ইনিংস খেলারও রেকর্ড আছে।