ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে শ্মশান থেকে ১৪ ফুট লম্বা অজগর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
  • সর্বশেষ আপডেট ০৬:৫৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 115

শ্রীমঙ্গলে শ্মশান থেকে ১৪ ফুট লম্বা অজগর উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্মশান প্রাঙ্গণ থেকে ১৪ ফুট লম্বা একটি বিশাল অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জেটি রোড এলাকার শ্মশান প্রাঙ্গণ থেকে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা সাপটি উদ্ধার করেন। স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে শ্মশান প্রাঙ্গণে কিছু শ্রমিক পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন। ঝোপঝাড়ে নড়াচড়ার শব্দ শুনে তারা এগিয়ে গিয়ে দেখেন বিশাল অজগর। আতঙ্কিত হয়ে শ্রমিকরা দ্রুত সরে যান।

পরবর্তীতে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে সাপটির উপস্থিতি নিশ্চিত করেন। সজল দেব জানান, অজগরটির ওজন প্রায় ২৪–২৫ কেজি এবং দৈর্ঘ্য ১৪ ফুট।

এরপর অজগরটিকে সুরক্ষিতভাবে উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। স্থানীয়রা বলছেন, আবাসস্থল ধ্বংস ও খাদ্য সংকটের কারণে এ ধরনের সাপ মাঝে মাঝে মানুষের বসত এলাকায় ঢুকে পড়ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শ্রীমঙ্গলে শ্মশান থেকে ১৪ ফুট লম্বা অজগর উদ্ধার

সর্বশেষ আপডেট ০৬:৫৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্মশান প্রাঙ্গণ থেকে ১৪ ফুট লম্বা একটি বিশাল অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জেটি রোড এলাকার শ্মশান প্রাঙ্গণ থেকে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা সাপটি উদ্ধার করেন। স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে শ্মশান প্রাঙ্গণে কিছু শ্রমিক পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন। ঝোপঝাড়ে নড়াচড়ার শব্দ শুনে তারা এগিয়ে গিয়ে দেখেন বিশাল অজগর। আতঙ্কিত হয়ে শ্রমিকরা দ্রুত সরে যান।

পরবর্তীতে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে সাপটির উপস্থিতি নিশ্চিত করেন। সজল দেব জানান, অজগরটির ওজন প্রায় ২৪–২৫ কেজি এবং দৈর্ঘ্য ১৪ ফুট।

এরপর অজগরটিকে সুরক্ষিতভাবে উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। স্থানীয়রা বলছেন, আবাসস্থল ধ্বংস ও খাদ্য সংকটের কারণে এ ধরনের সাপ মাঝে মাঝে মানুষের বসত এলাকায় ঢুকে পড়ছে।