ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শাপলা না পেলে নির্বাচনই হতে দেয়া হবে না: সারিজস

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:৩১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 104

নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, এনসিপির নির্বাচনী প্রতীক অবশ্যই শাপলা হতে হবে, অন্য কোনো বিকল্প নেই। মঙ্গলবার এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তিনি জানান, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে প্রতীকের তালিকায় শাপলা নেই, তাই এনসিপিকে প্রতীক দেওয়া যাচ্ছে না। তার ভাষায়, “এটা কোনো আইনগত বাধা নয়, বরং তালিকায় প্রতীক না থাকার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।”

সারজিস আলম অভিযোগ করেন, এনসিপি যখন প্রথম নিবন্ধনের আবেদন করে তখনই শাপলা প্রতীক চাওয়ার বিষয়টি স্পষ্টভাবে জানানো হয়েছিল। সে সময় তালিকায় প্রতীক যুক্ত করার দায়িত্ব নির্বাচন কমিশনেরই ছিল। তিনি প্রশ্ন তোলেন, “তাহলে এতদিন কমিশনে যারা বসে ছিলেন, তারা কি নাটক দেখেছেন, নাকি স্বাধীন প্রতিষ্ঠান হয়ে অন্য কোনো দল, সংস্থা বা এজেন্সির নির্দেশে কাজ করেছেন?”

নির্বাচন প্রক্রিয়া নিয়েও তিনি কড়া মন্তব্য করেন। তার মতে, সকল প্রকার ভণ্ডামি রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। যেহেতু কোনো আইনগত জটিলতা নেই, তাই এনসিপির প্রতীক শাপলাই হতে হবে।

তিনি আরও সতর্ক করে বলেন, যদি শাপলা প্রতীক না দেওয়া হয়, তবে নির্বাচন কীভাবে হবে এবং কে কীভাবে ক্ষমতায় গিয়ে সুবিধা নিতে চায় তা আমরাও খেয়াল রাখব।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শাপলা না পেলে নির্বাচনই হতে দেয়া হবে না: সারিজস

সর্বশেষ আপডেট ০৩:৩১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, এনসিপির নির্বাচনী প্রতীক অবশ্যই শাপলা হতে হবে, অন্য কোনো বিকল্প নেই। মঙ্গলবার এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তিনি জানান, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে প্রতীকের তালিকায় শাপলা নেই, তাই এনসিপিকে প্রতীক দেওয়া যাচ্ছে না। তার ভাষায়, “এটা কোনো আইনগত বাধা নয়, বরং তালিকায় প্রতীক না থাকার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।”

সারজিস আলম অভিযোগ করেন, এনসিপি যখন প্রথম নিবন্ধনের আবেদন করে তখনই শাপলা প্রতীক চাওয়ার বিষয়টি স্পষ্টভাবে জানানো হয়েছিল। সে সময় তালিকায় প্রতীক যুক্ত করার দায়িত্ব নির্বাচন কমিশনেরই ছিল। তিনি প্রশ্ন তোলেন, “তাহলে এতদিন কমিশনে যারা বসে ছিলেন, তারা কি নাটক দেখেছেন, নাকি স্বাধীন প্রতিষ্ঠান হয়ে অন্য কোনো দল, সংস্থা বা এজেন্সির নির্দেশে কাজ করেছেন?”

নির্বাচন প্রক্রিয়া নিয়েও তিনি কড়া মন্তব্য করেন। তার মতে, সকল প্রকার ভণ্ডামি রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। যেহেতু কোনো আইনগত জটিলতা নেই, তাই এনসিপির প্রতীক শাপলাই হতে হবে।

তিনি আরও সতর্ক করে বলেন, যদি শাপলা প্রতীক না দেওয়া হয়, তবে নির্বাচন কীভাবে হবে এবং কে কীভাবে ক্ষমতায় গিয়ে সুবিধা নিতে চায় তা আমরাও খেয়াল রাখব।