অশালীন ভিডিও ভাইরালের পর সেই চিকিৎসক বরখাস্ত
- সর্বশেষ আপডেট ০৭:৪৬:৪০ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / 127
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আবুল কাশেমকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সাময়িকভাবে বরখাস্ত করেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডা. আবুল কাশেম রোগীর আত্মীয়ের সঙ্গে অশালীন, অপেশাদার আচরণ ও দুর্ব্যবহার করেছেন। তার এই আচরণ সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ও সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর ৩(খ) অনুযায়ী ‘অসদাচরণ’ হিসেবে গণ্য হয়। এই কারণে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতাদি প্রাপ্য থাকবেন।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় চিকিৎসাধীন ধর্ষণের শিকার এক শিশুর বাবা-স্বজনদের সঙ্গে তিনি অশালীন ও অপমানজনক আচরণ করছেন। ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা হয়। পরে চিকিৎসক সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন।
পঞ্চগড় সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, ভিডিও ভাইরাল হওয়ার পরপরই চিকিৎসককে শোকজ করা হয়েছিল। এরপর মন্ত্রণালয় থেকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।



































