ঢাকা ১০:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরায় ৪৮ পূজামণ্ডপে বিজিবির কড়া নিরাপত্তা

নিজস্ব প্রতিবদেক, সাতক্ষীরা
  • সর্বশেষ আপডেট ০৬:৪৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / 113

পূজামণ্ডপ পরিদর্শনে রিজিয়ন কমান্ডার (যশোর) সেক্টর কমান্ডার (খুলনা) এবং ৩৩ বিজিবির অধিনায়ক ভোমরা বিওপি। ছবি: বাংলা অ্যাফায়ের্স

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সীমান্তবর্তী এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। জেলার সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্তজুড়ে ৪৮টি পূজামণ্ডপে নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে বিজিবি ইতোমধ্যে টহল, রেকি ও মোবাইল পেট্রোল কার্যক্রম শুরু করেছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) রিজিয়ন কমান্ডার (যশোর) সেক্টর কমান্ডার (খুলনা) এবং ৩৩ বিজিবির অধিনায়ক ভোমরা বিওপির পুরাতন হাটখোলা সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় তাঁরা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি নগদ অর্থ ও মিষ্টি উপহার প্রদান করেন।

বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: আশরাফুল হক জানান, পূজার সময় সীমান্ত এলাকায় সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, নাশকতা ও দুষ্কৃতিকারীদের যেকোনো তৎপরতা রোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। প্রতিটি পূজামণ্ডপে নিয়মিত যোগাযোগ রক্ষা ও স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। এছাড়া জরুরি পরিস্থিতি মোকাবিলায় একটি বিশেষ মনিটরিং সেলও গঠন করা হয়েছে।

জেলার পদ্মশাখরা, ভোমরা, গাজীপুর, ঘোনা, বাঁকাল, বৈকারী, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা, মাদরা, হিজলদী ও চান্দুরিয়া এলাকায় পূজার প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পূজা উপলক্ষে প্রতিটি মণ্ডপে সাজসজ্জার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক আয়োজনেরও প্রস্তুতি চলছে।

স্থানীয়রা জানান, বিজিবির কড়া নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থায় সীমান্তবর্তী এলাকায় এবার দুর্গোৎসব আনন্দময়, নিরাপদ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে তাদের প্রত্যাশা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাতক্ষীরায় ৪৮ পূজামণ্ডপে বিজিবির কড়া নিরাপত্তা

সর্বশেষ আপডেট ০৬:৪৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সীমান্তবর্তী এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। জেলার সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্তজুড়ে ৪৮টি পূজামণ্ডপে নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে বিজিবি ইতোমধ্যে টহল, রেকি ও মোবাইল পেট্রোল কার্যক্রম শুরু করেছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) রিজিয়ন কমান্ডার (যশোর) সেক্টর কমান্ডার (খুলনা) এবং ৩৩ বিজিবির অধিনায়ক ভোমরা বিওপির পুরাতন হাটখোলা সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় তাঁরা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি নগদ অর্থ ও মিষ্টি উপহার প্রদান করেন।

বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: আশরাফুল হক জানান, পূজার সময় সীমান্ত এলাকায় সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, নাশকতা ও দুষ্কৃতিকারীদের যেকোনো তৎপরতা রোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। প্রতিটি পূজামণ্ডপে নিয়মিত যোগাযোগ রক্ষা ও স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। এছাড়া জরুরি পরিস্থিতি মোকাবিলায় একটি বিশেষ মনিটরিং সেলও গঠন করা হয়েছে।

জেলার পদ্মশাখরা, ভোমরা, গাজীপুর, ঘোনা, বাঁকাল, বৈকারী, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা, মাদরা, হিজলদী ও চান্দুরিয়া এলাকায় পূজার প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পূজা উপলক্ষে প্রতিটি মণ্ডপে সাজসজ্জার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক আয়োজনেরও প্রস্তুতি চলছে।

স্থানীয়রা জানান, বিজিবির কড়া নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থায় সীমান্তবর্তী এলাকায় এবার দুর্গোৎসব আনন্দময়, নিরাপদ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে তাদের প্রত্যাশা।