বিএনপিকে সরানোর ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর
- সর্বশেষ আপডেট ০৪:০৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / 68
বিএনপিকে রাজনীতির ময়দান থেকে সরাতে নানা ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, সরকারের কিছু উপদেষ্টা ও কয়েকটি রাজনৈতিক দল বিএনপিকে টার্গেট করে মাঠে নেমেছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার ইসলামপন্থি একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিয়ে শেখ হাসিনার সময়কার মতো বিভাজন তৈরি করছে। এছাড়া প্রশাসনকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আগামী নির্বাচনে বিএনপিকে প্রতারিত করার পরিকল্পনা চলছে বলেও মন্তব্য করেন তিনি।
তার ভাষায়, “সবার আগে প্রয়োজন ছিল আওয়ামী লীগের বিচার। তা না করে উল্টো বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।”
তিনি আরও সন্দেহ প্রকাশ করেন, বিএনপির বিরুদ্ধে এই ধারাবাহিক প্রচারণা হয়তো বিচার প্রক্রিয়া আড়াল করার জন্যই চালানো হচ্ছে।































