ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন ডি কক

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / 82

কুইন্টন ডি কক

অবসর ভেঙে আবারও জাতীয় দলে ফিরলেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি কক। আগামী মাসে পাকিস্তান সফরে টি–টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য তাকে দলে অন্তর্ভুক্ত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

৩২ বছর বয়সী ডি কক সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২০২৪ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে, যা অনুষ্ঠিত হয়েছিল বার্বাডোজে। এর পরেই তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। এর আগে ২০২১ সালে টেস্ট ক্রিকেট এবং ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর একদিনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। সেই টুর্নামেন্টে চারটি সেঞ্চুরি করে প্রোটিয়াদের সেমিফাইনালে তুলেছিলেন তিনি।

দক্ষিণ আফ্রিকার জার্সিতে ডি কক এখন পর্যন্ত ৫৪ টেস্ট, ১৫৫ ওয়ানডে এবং ৯২ টি–টোয়েন্টি খেলেছেন। জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর পরও তিনি নিয়মিতভাবে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিয়েছেন। এবছর খেলেছেন এসএ২০, আইপিএল, মেজর লিগ ক্রিকেট এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে।

দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড মনে করছেন, আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ডি ককের প্রত্যাবর্তন দলকে বাড়তি আত্মবিশ্বাস দেবে। তার ভাষায়, “এসএ২০ থেকেই আমরা প্রস্তুতি যাচাই করব। আর ডি ককের মতো অভিজ্ঞ কেউ ফিরলে তা নিঃসন্দেহে দলের জন্য বাড়তি সুবিধা।”

এদিকে পাকিস্তান সফরে নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা থাকছেন না চোটের কারণে। ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবেন ম্যাথিউ ব্রিটস্কি এবং টি–টোয়েন্টিতে দায়িত্ব পালন করবেন ডেভিড মিলার।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন ডি কক

সর্বশেষ আপডেট ০৪:০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

অবসর ভেঙে আবারও জাতীয় দলে ফিরলেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি কক। আগামী মাসে পাকিস্তান সফরে টি–টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য তাকে দলে অন্তর্ভুক্ত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

৩২ বছর বয়সী ডি কক সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২০২৪ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে, যা অনুষ্ঠিত হয়েছিল বার্বাডোজে। এর পরেই তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। এর আগে ২০২১ সালে টেস্ট ক্রিকেট এবং ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর একদিনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। সেই টুর্নামেন্টে চারটি সেঞ্চুরি করে প্রোটিয়াদের সেমিফাইনালে তুলেছিলেন তিনি।

দক্ষিণ আফ্রিকার জার্সিতে ডি কক এখন পর্যন্ত ৫৪ টেস্ট, ১৫৫ ওয়ানডে এবং ৯২ টি–টোয়েন্টি খেলেছেন। জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর পরও তিনি নিয়মিতভাবে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিয়েছেন। এবছর খেলেছেন এসএ২০, আইপিএল, মেজর লিগ ক্রিকেট এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে।

দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড মনে করছেন, আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ডি ককের প্রত্যাবর্তন দলকে বাড়তি আত্মবিশ্বাস দেবে। তার ভাষায়, “এসএ২০ থেকেই আমরা প্রস্তুতি যাচাই করব। আর ডি ককের মতো অভিজ্ঞ কেউ ফিরলে তা নিঃসন্দেহে দলের জন্য বাড়তি সুবিধা।”

এদিকে পাকিস্তান সফরে নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা থাকছেন না চোটের কারণে। ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবেন ম্যাথিউ ব্রিটস্কি এবং টি–টোয়েন্টিতে দায়িত্ব পালন করবেন ডেভিড মিলার।