ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৫৩:০৫ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / 91

ভোজ্যতেল

আবারও সয়াবিন ও পাম তেলের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক সূত্রে জানা যায়, খোলা ও বোতলজাত সয়াবিন এবং পাম তেলের দাম বাড়ানো হবে। তবে সুনির্দিষ্ট কতটুকু সমন্বয় করা হবে, তা ব্যবসায়ীরা শিগগিরই জানাবেন।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন প্রস্তাব দিয়েছে, লিটারপ্রতি দাম ১০ টাকা বাড়ানো হোক। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান বলেন, প্রস্তাবিত বৃদ্ধি আন্তর্জাতিক বাজারের তুলনায় অনেক বেশি। বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ব্যবসায়ীদের দাবি, বিশ্ববাজারে প্রতি টন সয়াবিন তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ১,২০০ ডলারে পৌঁছেছে। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দাম ১৮ থেকে ২০ শতাংশ পর্যন্ত বেড়েছে, তাই দেশীয় বাজারেও সমন্বয়ের প্রয়োজন দেখা দিয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১৩ এপ্রিল সরকার সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৮৯ টাকা এবং পাম তেলের দাম ১৬৯ টাকা নির্ধারণ করেছিল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত

সর্বশেষ আপডেট ০৩:৫৩:০৫ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

আবারও সয়াবিন ও পাম তেলের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক সূত্রে জানা যায়, খোলা ও বোতলজাত সয়াবিন এবং পাম তেলের দাম বাড়ানো হবে। তবে সুনির্দিষ্ট কতটুকু সমন্বয় করা হবে, তা ব্যবসায়ীরা শিগগিরই জানাবেন।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন প্রস্তাব দিয়েছে, লিটারপ্রতি দাম ১০ টাকা বাড়ানো হোক। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান বলেন, প্রস্তাবিত বৃদ্ধি আন্তর্জাতিক বাজারের তুলনায় অনেক বেশি। বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ব্যবসায়ীদের দাবি, বিশ্ববাজারে প্রতি টন সয়াবিন তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ১,২০০ ডলারে পৌঁছেছে। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দাম ১৮ থেকে ২০ শতাংশ পর্যন্ত বেড়েছে, তাই দেশীয় বাজারেও সমন্বয়ের প্রয়োজন দেখা দিয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১৩ এপ্রিল সরকার সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৮৯ টাকা এবং পাম তেলের দাম ১৬৯ টাকা নির্ধারণ করেছিল।