শিরোনাম
এনএসআই কর্মকর্তা সেজে প্রতারণা, যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৩:৪৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / 82
রাজধানীতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) কর্মকর্তা পরিচয় দিয়ে তুরস্কের এক নাগরিকের কাছে অর্থ দাবি করার অভিযোগে মো. রুবেল হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুক্তভোগী সেরকান আকান টার্কিশ এয়ারলাইনসের কর্মকর্তা। অভিযোগ অনুযায়ী, পাসপোর্ট যাচাইয়ের কথা বলে প্রথমে পাঁচ হাজার টাকা এবং পরে এক লাখ টাকা দাবি করেন রুবেল। অর্থ না দিলে ভয়ভীতি প্রদর্শন করেন বলেও জানা যায়।
ঘটনার পর টার্কিশ এয়ারলাইনস কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে গুলশান থানায় মামলা হয়। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার মিরপুরের পূর্ব কাজীপাড়া এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি মোবাইল সিম কার্ড এবং বিভিন্ন ব্যক্তির পাসপোর্ট-সংক্রান্ত কাগজপত্র উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতে হাজির করা হয়।




































