ডাকসু নির্বাচনে মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছি : আবিদ
- সর্বশেষ আপডেট ০২:৫৯:৩২ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / 77
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের দিন নিজেকে মিডিয়া ট্রায়ালের শিকার মনে করেছেন ছাত্রদল সমর্থিত ভাইস প্রেসিডেন্ট (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম আবিদ।
সোমবার (২২ সেপ্টেম্বর) মধুর ক্যান্টিনে ডাকসু নির্বাচনের সম্ভাব্য অনিয়ম নিয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলেন আবিদ। তিনি বলেন, ভোটার শনাক্ত করতে যে মার্কার ব্যবহার করা হয় তা অস্থায়ী হওয়ায় একই ব্যক্তি একাধিক ভোট দিয়েছে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। এছাড়া নির্বাচনের ব্যালট পেপার কোন প্রেস থেকে ছাপা হয়েছে, তা জানানো হয়নি।
আবিদ আরও উল্লেখ করেন, নির্বাচনের দিন এবং পরবর্তী সময়ে যেসব অনিয়ম ঘটেছে, সেগুলো নিয়ে আন্দোলন বা মিছিলের পথ বেছে নেওয়া সম্ভব ছিল। তবে ছাত্রদল পারিপার্শ্বিক রাজনৈতিক সংস্কৃতি ভেঙে নিয়মিত প্রক্রিয়া অনুসরণ করে এগিয়ে যাচ্ছে। লিখিত অভিযোগ সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে কোন পদক্ষেপ নেয়নি।
তিনি অভিযোগ করেন, নির্বাচনের চার দিন পর জানানো হয় যে পোলিং এজেন্টদের বাছাই প্রক্রিয়ায় স্বচ্ছতা ছিল না এবং আইডি কার্ড যথাসময়ে প্রদান করা হয়নি। এছাড়া পোলিং এজেন্টদের অনুপস্থিতিতে ভোটগ্রহণ করা হয়েছে।
ডাকসু নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে আবিদ ৫,৭০৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। পরবর্তী ডাকসু নির্বাচনের প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে ফেসবুকে তিনি বলেন, বাংলাদেশের ছাত্ররাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনাই তার লক্ষ্য। তিনি আশ্বাস দেন, কখনো শিক্ষার্থী সমাজকে ছেড়ে যাবেন না।
আবিদ লিখেছেন, “ছোটবেলায় কখনো ভাবিনি আমি এতদূর পৌঁছাব। নির্বাচনের আগের রাতে এক ভাই আমাকে জিজ্ঞেস করেছিলেন, পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাই। তখন কোনো সদুত্তর দিতে পারিনি। একের পর এক আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে আমি আজ এখানে পৌঁছেছি।”































