বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল, ৪ জন আটক
- সর্বশেষ আপডেট ১২:২৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / 80
বরিশালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মশাল মিছিল থেকে চারজনকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) রাতে নগরীর ফিশারি রোড এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার ওসি আল মামুন উল ইসলাম।
আটককৃতরা হলেন; বানারীপাড়ার বাইশারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শিয়ালকাঠি গ্রামের মো. সালামের ছেলে মোহাম্মদ শাহিন শেখ (৪০), চাখার ইউনিয়নের দরিকর হাওলাদার বাড়ির জাকির হোসেনের ছেলে সজীব হাওলাদার (৩৭), নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের চহঠা এলাকার আনোয়ার হোসেনের ছেলে শাহাদাত হোসেন অপু তালুকদার এবং একই ওয়ার্ডের দক্ষিণ চহঠা এলাকার কাঞ্চন আলীর ছেলে মোহাম্মদ জাকির হোসেন
ওসি আল মামুন উল ইসলাম জানান, আটককৃতরা ছাত্রলীগের নেতাকর্মী। সন্ধ্যার দিকে মহানগর ছাত্রলীগের ব্যানারে তারা কাশিপুর সুরভী পেট্রোল পাম্পের সামনে থেকে মশাল মিছিল বের করে ফিশারি রোডের মুখে পৌঁছালে স্থানীয়রা ধাওয়া করে। যদিও অন্যরা পালিয়ে যায়, চারজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

































