পাক অধিনায়কের হাত এড়িয়ে গেলেন যাদব
এশিয়া কাপে ফের নজিরবিহীন ঘটনা
- সর্বশেষ আপডেট ০৮:৫৭:২৭ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / 96
ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব (C) এশিয়া কাপ সুপার ফোর ম্যাচের টসের পর পাকিস্তানের অধিনায়ক সালমান আগার (R)-এর সঙ্গে হাত মেলানো ছাড়া চলে যাচ্ছেন, দুবাইয়ে রবিবার । ছবি: সংগৃহীত
এশিয়া কাপে আবারও নজিরবিহীন ঘটনা। রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসের সময় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান। এর ফলে দুই প্রতিবেশী দেশের মধ্যে রাজনৈতিক ও ক্রীড়া-সংক্রান্ত উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।
সম্প্রতি দুই দেশের মধ্যে সীমান্তে সামরিক সংঘর্ষের পর এটিই ছিল ভারত-পাকিস্তানের মুখোমুখি লড়াই। এর আগের গ্রুপ–পর্বের ম্যাচেও ভারত সাত উইকেটে জয়ের পর পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছিল। সে সময় সূর্যকুমার যাদব বিজয় উৎসর্গ করেছিলেন ভারতীয় সেনাদের প্রতি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বেশ কয়েকজন সতীর্থও একই বার্তা শেয়ার করেন।
এই আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় পাকিস্তান। এমনকি তারা টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর কথাও ভেবেছিল। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের বিরুদ্ধে পাকিস্তানের অভিযোগ ছিল, তিনি ভারতের অস্পোর্টসম্যানশিপ আচরণকে প্রশ্রয় দিয়েছেন। এর প্রতিবাদে পাকিস্তান তাদের সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ এক ঘণ্টা দেরিতে শুরু করে। পরে পাইক্রফটের দুঃখপ্রকাশ ও আইসিসির তদন্ত আশ্বাসে খেলা মাঠে গড়ায়।
রবিবার সুপার ফোরে ভারত টস জিতে প্রথমে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেয়। এশিয়া কাপে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ জায়গা করে নিয়েছে সুপার ফোরে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৮ সেপ্টেম্বর।
বিশ্লেষকরা বলছেন, মাঠের খেলা এখন শুধু ব্যাট-বলের লড়াই নয়, বরং দুই পরাশক্তিধর প্রতিবেশীর রাজনৈতিক বার্তা বহন করছে। ক্রিকেটপ্রেমীরা যেখানে সৌহার্দ্যপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা প্রত্যাশা করেন, সেখানে কূটনৈতিক শীতলতা ও সামরিক উত্তেজনা ক্রীড়া সৌজন্যতাকেও ছাপিয়ে যাচ্ছে।
তথ্যসূত্র: রয়টার্স
































