সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মদ ও ওষুধ জব্দ
- সর্বশেষ আপডেট ০৭:৪৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / 123
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক মাদকবিরোধী অভিযানে ১১ বোতল ভারতীয় মদসহ প্রায় নয় লাখ টাকার বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২১ সেপ্টেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ ভোমরা, বৈকারী, তলুইগাছা, গাজীপুর, কাকডাঙ্গা, মাদরা, চান্দুরিয়া ও সুলতানপুর সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানিয়েছে, সুলতানপুর ও ভোমরা সীমান্ত থেকে ১১ বোতল ভারতীয় মদ আটক করা হয়েছে। এ ছাড়া বৈকারী, মাদরা, কাকডাঙ্গা, গাজীপুর, চান্দুরিয়া, ভোমরা ও তলুইগাছা সীমান্ত থেকে ভারতীয় ওষুধ জব্দ করা হয়। এই মদ ও ওষুধের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৯১ হাজার ৫শ টাকা।
বিজিবি বলেছে, চোরাকারবারীরা এসব মালামাল শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনছিল। আটক মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া উদ্ধারকৃত মাদকদ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়রা বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।


































