ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাবিতে পোষ্য কোটা স্থগিতই থাকবে

নিজস্ব প্রতিবেদক, রাবি (রাজশাহী)
  • সর্বশেষ আপডেট ০৭:২৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • / 81

রাবিতে পোষ্য কোটা স্থগিতই থাকবে

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সিন্ডিকেট আজ রবিবার জরুরি সভায় উপাচার্যের পোষ্য কোটা স্থগিত রাখার সিদ্ধান্ত বহাল রেখেছে। এছাড়া শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রবিবার বিকেল সোয়া পাঁচটায় জরুরি সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ সংবাদকর্মীদের এ তথ্য জানান।

তিনি বলেন, “গতকাল পোষ্য কোটা সংক্রান্ত ঘটনায় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে ধ্বস্তাধস্তির ঘটনা ঘটেছে। তাই একটি পাঁচ সদস্য বিশিষ্ট আভ্যন্তরীণ তদন্ত কমিটি এবং একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাতিষ্ঠানিক সুবিধা হিসেবে পোষ্য কোটায় ভর্তি আপাতত স্থগিত থাকবে। সিন্ডিকেটে এ বিষয়ে রিপোর্ট করা হয়েছে এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা শেষে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।”

সিন্ডিকেট শিক্ষার্থী সংসদ (রাকসু) নির্বাচন আয়োজনের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি যথাসময়ে সহযোগিতা ও অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাবিতে পোষ্য কোটা স্থগিতই থাকবে

সর্বশেষ আপডেট ০৭:২৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সিন্ডিকেট আজ রবিবার জরুরি সভায় উপাচার্যের পোষ্য কোটা স্থগিত রাখার সিদ্ধান্ত বহাল রেখেছে। এছাড়া শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রবিবার বিকেল সোয়া পাঁচটায় জরুরি সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ সংবাদকর্মীদের এ তথ্য জানান।

তিনি বলেন, “গতকাল পোষ্য কোটা সংক্রান্ত ঘটনায় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে ধ্বস্তাধস্তির ঘটনা ঘটেছে। তাই একটি পাঁচ সদস্য বিশিষ্ট আভ্যন্তরীণ তদন্ত কমিটি এবং একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাতিষ্ঠানিক সুবিধা হিসেবে পোষ্য কোটায় ভর্তি আপাতত স্থগিত থাকবে। সিন্ডিকেটে এ বিষয়ে রিপোর্ট করা হয়েছে এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা শেষে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।”

সিন্ডিকেট শিক্ষার্থী সংসদ (রাকসু) নির্বাচন আয়োজনের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি যথাসময়ে সহযোগিতা ও অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।