ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আফগানিস্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রের ভয়ংকর পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:১৭:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • / 78

আফগানিস্তান-যুক্তরাষ্ট্র

আফগানিস্তানকে ঘিরে নতুন উদ্যোগ শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটির বাগরাম বিমানঘাঁটি পুনর্দখল করার বিষয়ে আলোচনা চলছে বলে জানানো হয়েছে। এ নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (২০ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প সতর্ক করে বলেন— আফগানিস্তান যদি বাগরাম বিমানঘাঁটি যুক্তরাষ্ট্রকে ফেরত না দেয়, তাহলে “খারাপ কিছু” ঘটতে পারে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ তিনি লিখেছেন, “যদি আফগানিস্তান আমাদের তৈরি করা বাগরাম ঘাঁটি ফেরত না দেয়, তবে এর ফল ভালো হবে না।”

ট্রাম্প আরও জানান, আফগানিস্তানের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং তিনি ঘাঁটিটি দ্রুত ফেরত চান। সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আমরা এখন এ নিয়ে কথা বলছি। আমরা ঘাঁটিটি চাই—এখনই চাই। তারা যদি না দেয়, তাহলে আমি কী করব, তা শিগগিরই জানতে পারবেন।”

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর আফগানিস্তানে মার্কিন সামরিক অভিযানে বাগরাম ঘাঁটি ছিল মূল কেন্দ্র। এখানে ছিল আধুনিক সুবিধা, খাদ্যচেইন, দোকানপাট এবং বড় একটি কারাগার। তবে ২০২১ সালে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করলে তালেবান ঘাঁটিটির নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকেই দেশটিতে নতুন মার্কিন ঘাঁটি স্থাপনে তালেবান সরকার আপত্তি জানিয়ে আসছে।

বিশেষজ্ঞদের ধারণা, বাগরাম পুনর্দখল করতে গেলে তা পূর্ণমাত্রার সামরিক অভিযানে রূপ নিতে পারে। এতে অন্তত ১০ হাজার সেনা মোতায়েনের পাশাপাশি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লাগবে। এ ছাড়া তালেবান, আইএস ও আল-কায়েদার হুমকির পাশাপাশি ইরান থেকেও হামলার আশঙ্কা রয়েছে। গত জুনে কাতারে মার্কিন ঘাঁটিতে যেভাবে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল, সেরকম পরিস্থিতি আবারও ঘটতে পারে।

রয়টার্স জানায়, ট্রাম্প সরাসরি সেনা পাঠানোর বিষয়ে কোনো সুস্পষ্ট ঘোষণা দেননি। তবে ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে তিনি কঠোর সিদ্ধান্ত নেবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আফগানিস্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রের ভয়ংকর পরিকল্পনা

সর্বশেষ আপডেট ১১:১৭:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানকে ঘিরে নতুন উদ্যোগ শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটির বাগরাম বিমানঘাঁটি পুনর্দখল করার বিষয়ে আলোচনা চলছে বলে জানানো হয়েছে। এ নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (২০ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প সতর্ক করে বলেন— আফগানিস্তান যদি বাগরাম বিমানঘাঁটি যুক্তরাষ্ট্রকে ফেরত না দেয়, তাহলে “খারাপ কিছু” ঘটতে পারে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ তিনি লিখেছেন, “যদি আফগানিস্তান আমাদের তৈরি করা বাগরাম ঘাঁটি ফেরত না দেয়, তবে এর ফল ভালো হবে না।”

ট্রাম্প আরও জানান, আফগানিস্তানের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং তিনি ঘাঁটিটি দ্রুত ফেরত চান। সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আমরা এখন এ নিয়ে কথা বলছি। আমরা ঘাঁটিটি চাই—এখনই চাই। তারা যদি না দেয়, তাহলে আমি কী করব, তা শিগগিরই জানতে পারবেন।”

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর আফগানিস্তানে মার্কিন সামরিক অভিযানে বাগরাম ঘাঁটি ছিল মূল কেন্দ্র। এখানে ছিল আধুনিক সুবিধা, খাদ্যচেইন, দোকানপাট এবং বড় একটি কারাগার। তবে ২০২১ সালে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করলে তালেবান ঘাঁটিটির নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকেই দেশটিতে নতুন মার্কিন ঘাঁটি স্থাপনে তালেবান সরকার আপত্তি জানিয়ে আসছে।

বিশেষজ্ঞদের ধারণা, বাগরাম পুনর্দখল করতে গেলে তা পূর্ণমাত্রার সামরিক অভিযানে রূপ নিতে পারে। এতে অন্তত ১০ হাজার সেনা মোতায়েনের পাশাপাশি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লাগবে। এ ছাড়া তালেবান, আইএস ও আল-কায়েদার হুমকির পাশাপাশি ইরান থেকেও হামলার আশঙ্কা রয়েছে। গত জুনে কাতারে মার্কিন ঘাঁটিতে যেভাবে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল, সেরকম পরিস্থিতি আবারও ঘটতে পারে।

রয়টার্স জানায়, ট্রাম্প সরাসরি সেনা পাঠানোর বিষয়ে কোনো সুস্পষ্ট ঘোষণা দেননি। তবে ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে তিনি কঠোর সিদ্ধান্ত নেবেন।