ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপিকে ক্ষমতায় আনার জন্য ঐক্য অপরিহার্য

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
  • সর্বশেষ আপডেট ০৮:৩২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • / 104

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের পতাকা উঁচিয়ে ধরতেই হবে। তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি বলেন, আগামী নির্বাচনই বিএনপির মূল লক্ষ্য। এই সম্মেলন থেকে নতুন নেতৃত্ব উঠে আসবে এবং ঘরে ঘরে জনগণকে ঐক্যবদ্ধ করবে।

সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান সঞ্চালনায় উপস্থিত ছিলেন ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম।

প্রধান বক্তা ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। এছাড়া বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপি নেতারা ও প্রাক্তন সংসদ সদস্যদের পরিবারজন।

সম্মেলনের পর বিকাল সাড়ে ৩টায় গোপন ব্যালটে উপজেলা ও পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। মোট ১৯ প্রার্থী ভোটে অংশগ্রহণ করছেন। উপজেলার ১০টি ও পৌরসভার ১০টি ওয়ার্ডের ১৪২০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিএনপিকে ক্ষমতায় আনার জন্য ঐক্য অপরিহার্য

সর্বশেষ আপডেট ০৮:৩২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের পতাকা উঁচিয়ে ধরতেই হবে। তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি বলেন, আগামী নির্বাচনই বিএনপির মূল লক্ষ্য। এই সম্মেলন থেকে নতুন নেতৃত্ব উঠে আসবে এবং ঘরে ঘরে জনগণকে ঐক্যবদ্ধ করবে।

সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান সঞ্চালনায় উপস্থিত ছিলেন ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম।

প্রধান বক্তা ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। এছাড়া বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপি নেতারা ও প্রাক্তন সংসদ সদস্যদের পরিবারজন।

সম্মেলনের পর বিকাল সাড়ে ৩টায় গোপন ব্যালটে উপজেলা ও পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। মোট ১৯ প্রার্থী ভোটে অংশগ্রহণ করছেন। উপজেলার ১০টি ও পৌরসভার ১০টি ওয়ার্ডের ১৪২০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।